বাতিল করুন দীঘায় ঘুরতে যাওয়ার প্ল্যান, সতর্কতা জারী করল প্রশাসন

গরম পড়তে না পড়তেই অনেকেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হয়ত পাহাড় কিংবা সমুদ্রের দিকে যাত্রা শুরু করেছেন। হাতে কদিনের ছুটি নিয়ে কিছুটা সময় এই তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে বেশিরভাগ মানুষ বেরিয়ে পড়ছেন ভ্রমণের উদ্দ্যেশ্যে। তবে এই সময় অনেকেই প্ল্যান করছেন দীঘা (digha) যাওয়ার। তবে এবার দীঘায় ঘুরতে যাওয়া নিয়ে সতর্কতা জারী করল প্রশাসন।

শুনতে কিছুটা অবাক লাগলেও, এবার দীঘা ভ্রমণে বাঁধা দিচ্ছে দীঘা পুলিশ প্রশাসন। কারণ এই সময় প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় দেখা যায় দীঘার সমুদ্র পাড়ে। শীত, গ্রীষ্ম, বর্ষা মোটামুটি প্রায় সব ঋতুতেই দীঘার সমুদ্র পাড়ে অগণিত পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। তবে এবার সেই দীঘার পাড় থেকেই সকলকে সরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে।

img 20230413 134133

বর্তমান সময়ে যেহারে তাপমাত্রার পারদ চড়ছে, তাতে করে বাড়ির বাইরে কি, বাড়িতে টেকাই হায় হয়ে পড়ছে মানুষজনের। রাজ্যের বিভিন্ন এলাকার মত করে পূর্ব মেদিনীপুরেও (East Medinipur) সূর্য একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তাপপ্রবাহে চারিদিকে লু বইছে।

তাপমাত্রার পারদ লাগাম ছাড়া বৃদ্ধি পাওয়ার কারণেই বৃহস্পতিবার দীঘা পুলিশ প্রশাসনের তরফ থেকে সমুদ্র তীরবর্তী এলাকায় মাইকিং করে সতর্কবার্তা জারী করা হয়েছে। এই পরিস্থিতিতে দীঘার সমুদ্রের স্নানের আনন্দ উপভোগ করা তো দূরের কথা, দীঘার সমুদ্র পাড়ে কাউকে থাকতে পর্যন্ত নিষেধ করা হয়েছে।

img 20230414 182649

সেইসঙ্গে বলা হয়েছে পর্যটক, বাসিন্দা এবং ব্যবসায়ীরা খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ি বাইরে বেরোবেন না। যদি বেরোতেও হয়, তাহলে সঙ্গে অবশ্যই করে ছাতা কিংবা টুপি রাখতেই হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার পর্যন্ত দীঘা এবং পার্শ্ববর্তী এলাকায় এরকম তাপপ্রবাহ চলতে থাকলেও, মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিকের দিকে এগোতে পারে।