ব্যাবসা করার বড়ো সুযোগ করে দিচ্ছেন মুকেশ আম্বানি, রইল আবেদনের পদ্ধতি

করোনা সময়কালে অনেকে মানুষ চাকরি হারিয়েছেন। করোনা পরবর্তী সময়ে চাকরি ছেড়ে ব্যাবসার (Business) দিকে ঝুঁকে পড়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অনেকেই চাকরি হারিয়ে শুরু করেছেন ব্যাবসা। লাভবান হওয়ার অন্যতম মাধ্যম হলো ব্যাবসা(Business)। আর সেই ব্যাবসা যদি হয় পেট্রোল পাম্পের (Petrol Pump) তাহলে তো সোনায় সোহাগ। এবারে এদেশের মানুষের জন্য এমনই এক ব্যবসায়িক পরিকল্পনা আনলেন দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। আপনি যদি পেট্রোল পাম্পের (Petrol Pump) খোলার কথা ভাবেন তাহলে এটি হবে আপনার জন্য সুবর্ণ সুযোগ। চলুন প্রতিবেদন থেকে এর বিস্তারিত তথ্য জেনে নিন।

Mukesh Ambani

পেট্রলপাম্পের ডিলারশিপ নিয়ে আপনিও হতে পারেন পেট্রোল পাম্পের মালিক

জিও এবং বিপির (BP) যৌথ উদ্যোগে দেশজুড়ে পেট্রলপাম্পের ডিলারশিপ (Petrol Pump Dealership) দেওয়া চালু হয়েছে। এটি JIP-BP একটি জয়েন্ট ভেঞ্চার। মিলিত এই ভেঞ্চারের নাম রিলায়েন্স বিপি মবিলিটি লিমিটেড । এর মাধ্যমে যে কেউ পাম্পের ডিলারশিপ নিতে পারবেন। ২০২১ সালের অক্টোবর থেকে এই ডিলারশিপ দেওয়া শুরু হয়েছে। যে সমস্ত ব্যাক্তি ডিলারশিপ নেবেন, তাদের কোম্পানির পক্ষ থেকে
জ্বালানি, CNG, প্রভৃতি ব্যবহার করার টেকনিক শিখিয়ে দেওয়া হবে। এই ডিলারশিপ নেওয়ার ফলে যে কেউ মোটা অঙ্কের অর্থ উপার্জন করে লাভবান হতে পারবেন। তবে কিভাবে পাবেন এই ডিলারশিপ জানেন কি? এর ব্যবসাটি করার জন্য কিছু শর্তাবলী রয়েছে কোম্পানির পক্ষ থেক, সেগুলি সম্পর্কে নিম্নে দেওয়া হলো।

img 20220820 190042

১) কোম্পানির শর্ত অনুযায়ী পেট্রোল পাম্পের ডিলারশিপ নিতে গেলে প্রথমেই নিজস্ব জমি থাকতে হবে, যা 1200 বর্গমিটার কিংবা তার বেশি হতে হবে। জমিটি ন্যাশনাল হাইওয়ে কিংবা রাজ্যের হাইওয়ের পাশে হতে হবে।

২) প্রথমদিকে আপনাকে ২ কোটি টাকা বিনিয়োগ (Invest) করে ডিলারশিপ নিতে হবে। তবে ভারতের সব জায়গাতে এই ডিলারশিপ মিলবে না। কিছু জায়গা কোম্পানির পক্ষ থেকে নিৰ্দিষ্ট করে দেওয়া হয়েছে।

৩) আবেদন করার জন্য কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট(Official Website) https.//partners.jiobp.in// তে যেতে হবে। ওই সাইটে গিয়ে ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট'(Expression Of Interest) ফর্মটিতে সম্পূর্ণ বিবরণী দিয়ে সাবমিট করতে হবে। তারপরই আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে।