‘এ আবার সিনেমা নাকি! দেশের জওয়ানদের অপমান’.. লাল সিং চাড্ডা দেখে বেজায় চটলেন মন্টি পানেসর

' লাল সিং চড্ডা ' সিনেমা দেখে রেগে আগুন এই প্রাক্তন ক্রিকেটার

গতকালই সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ লাল সিং চড্ডা ‘ (Lal Singh Chaddha) সিনেমাটি। বলিউডে (Bollywood) বেশ কয়েক বছরের অপেক্ষার অবসান ঘটিয়েই আমির খান (Amir Khan) অভিনীত কোন ছবি এলো। তবে বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে নিয়ে কিছু না কিছু বিতর্ক লেগেই রয়েছে। সেই বিতর্কের ছোঁয়াও লাগলো এই ছবিতেও। আজকে প্রতিবেদনটি এটি নিয়ে।

Lal Singh Chaddha

বিতর্কের মুখে আমির খান অভিনীত ছবি লাল সিং চাড্ডা

দীর্ঘ চার বছর পর বড় পর্দায় আমির খানের সিনেমা মুক্তি পেল। আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবিটি হলিউড ছবি ‘ফরেস্ট গাম্পের’ (Forest Gump) রিমেক। ছবিটির ট্রেলার লঞ্চের পর থেকে একাধিক মানুষ লাল সিং চাড্ডা ছবিটি বয়কটের(Boycott) ডাক দেন। ছবিটি রিলিজ হওয়ার পর সেই জল্পনা আরো বেড়ে যায়। হাজার হাজার মানুষ সিনেমাটি বয়কটের আহব্বান জানিয়েছেন। তবে এ নিয়ে মিস্টার পারফেকশনিস্ট জানিয়েছেন, ‘যাঁরা আমার ছবি দেখতে চান না তাঁদের সিদ্ধান্ত কে সম্মান করি।’

https://twitter.com/MontyPanesar/status/1557431878562488321?s=20&t=pWLVNcZypvpbieI3oHQWew

 

সিনেমা বয়কটের ডাক দিয়েছেন ক্রিকেটার মন্টি পানেসর

ছবি মুক্তির কিছুদিন আগে থেকে বয়কটের দাবি করা হয়েছিল। ছবির রিলিজের পর রিভিউ তেমন একটা ভালো আসেনি, তার সাথে বিভিন্ন জায়গা থেকে নেতিবাচক প্রতিক্রিয়া আসতে শুরু করে। এবার বয়কট জানালেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও অন্যতম স্পিনার মন্টি পানেসর (Monty Panesar)। তিনি একের পর এক টুইট(Twite) করে এই ছবি বয়কটের আহব্বান জানিয়েছেন। ছবি বয়কটের কথা বলে তিনি টুইট করে লেখেন, “ফরেস্ট গাম্প কথাটা একমাত্র মার্কিন সেনাবাহিনীর ক্ষেত্রেই প্রযোজ্য কারণ ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকা প্রচুর পরিমাণে কম বুদ্ধিমত্তাসম্পন্ন লোকজনকে সেনাবাহিনীতে ঢুকিয়েছিল। কিন্তু, লাল সিং চাড্ডা সিনেমার মাধ্যমে ভারতীয় জওয়ানদের এবং শিখ সম্প্রদায়কে অপমান করা হচ্ছে।” তিনি আরো লেখেন যে, ছবিতে আমির খানকে মূর্খের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে, যেখানে ফরেস্ট গাম্পও একজন মূর্খ ছিলেন। যা মন্টি পানেসর খুবই অপমানজনক বলে মনে করেছেন।

https://twitter.com/MontyPanesar/status/1557437610922057728?s=20&t=8lJESQ3BGUzvAAoOGU1trA

 

ছবির প্রশংসা করে বিপদে পড়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া

তবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়ার(Cricketer Akash Chopra) মুখে শোনা গেল অন্য কথা। তিনি সিনেমাটির যথেষ্ট প্রশংসা করলেন। এর ফলে তাঁকে ট্রোলের মুখে পড়তে হয়েছে। আকাশ চোপড়া লাল সিং চাড্ডাকে বয়কটের বদলে সমর্থন করায়, অনেকে তাঁর ইউটিউবে চ্যানেল আনসাবস্ক্রাইব করতে শুরু করেছেন।

https://twitter.com/MontyPanesar/status/1557476194324455425?t=e9xrxRzdqK-0T92Hw0OOsw&s=09