বলিউডের ন্যায় টলিউডেও উঠলো বয়কটের ডাক! শুভশ্রী গাঙ্গুলী অভিনীত মহালয়া বাতিলের দাবি নেটিজনদের

টলিউডেও বয়কটের ডাক

বলিউডে (Bollywood) এখন বয়কটের ট্রেন চলছে একের পর এক ছবি বয়কটের (Boycott) ডাক আসছে। তবে এবার টলিউডেও (Tollywood) এর ছোঁয়া লাগলো। শুভশ্রী গাঙ্গুলীর (Shubsree Ganguly) দুটি ছবি বয়কটের ডাক এসেছে। এছাড়াও টলিউড অভিনেত্রীকে নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে হিন্দু ধর্মের প্রতি অসম্মানের অভিযোগ উঠেছে। এই কারণে তাঁকে বয়কট করা হচ্ছে।

Shubsree Ganguly

শুভশ্রী অভিনীত দুটি ছবিতেই ‘ ধর্মযুদ্ধ’ এবং ‘বিসমিল্লা’ বয়কটের ডাক এসেছে। এই দুটি ছবি হিন্দু ভাবাবেগ অপমান করেছে, এমনটাই দাবি করছে নেটিজনরা। অনেকে এটাও বলছে, আজকাল বাঙালিরা বন্দে মাতরমের জায়গায় ‘বিসমিল্লা’ বলে বেশি চিৎকার করছে। এই কারণে দুটি ছবি বাতিল করা হোক, এমনটাই দাবি কমবেশি সবারই।

গত ২৫ শে অক্টোবর মহালয়া , এই উপলক্ষ্যে জি বাংলায় মহালয়া অনুষ্ঠানে ‘ মহিষাসুরমর্দিনীর ‘ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। জি বাংলা চ্যানেলে (Zee Bangla Channel) এবং ফেসবুকের অফিসিয়াল পেজে (Facebook Official Page) প্রোমো ছাড়া হয়েছে। তবে নেটিজনরা শুভশ্রী গাঙ্গুলীকে দেবীরুপে মেনে নিতে পারছেন না। তার কারণ বশত সেখানেও বয়কটের ডাক এসেছে।

Twitter

 

সোশ্যাল মিডিয়ার টুইটার (Twitter) ব্যবহারকারী এক ব্যক্তি লিখেছেন, ‘ জি বাংলা থেকে সম্প্রচারিত শুভশ্রী চক্রবর্তীর অভিনীত মহালয়া বয়কট করার দায়িত্ব আপনাদের। দেবী দূর্গা রূপে আমরা এমন কাউকে দেখতে চাইনা যারা প্রতিপদে সনাতন ধর্মকে পরিহাস করে ইসলামকে অন্তরে ধারণ করে‌।’ অভিনেত্রীর বিরুদ্ধে কম বেশি এতটা ক্ষোভের কারণ, তিনি রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সাথে রাজস্থানের আজমেঢ় শরীফ দরগায় গিয়েছিলেন। সেখানে তিনি চাদর চড়িয়েছিলেন। এছড়াও রাজ এবং তাঁদের সন্তান ইউভানের মাথায় ফেজ টুপি ছিল। যা নিয়ে বেশ সমালোচনার মুখোমুখি পড়েন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

actress