ক্যারিয়ারের শীর্ষে গিয়ে ৩ সন্তানের বাবার প্রেমে হাবুডুবু, তবে বিয়ে করেও পাননি স্ত্রী’র মর্যাদা! এখনো সিঙ্গেল ভাবেই কাটাচ্ছেন জীবন

ক্যারিয়ারের শীর্ষে গিয়ে ৩ সন্তানের বাবার প্রেমে হাবুডুবু

ভারতীয় চলচ্চিত্রের (Indian Cinema) অন্যতম জনপ্রিয় মুখ জয়া প্রদা (Joya Prada)। ৭০-৮০ দশকের অনেক ছবিতে তিনি কাজ করেছেন এবং মানুষের মন জয় করেছেন। তাঁর কাজ আজও মানুষের মনে গেঁথে রয়েছে। তিনি সর্বকালের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন। প্রসঙ্গত, বলিউড তারকারা (Bollywood Celebrity) জীবনের খুঁটি নাটি বিষয়গুলি মানুষ জানতে আগ্রহী থাকেন। একই ভাবে আজ আপনাদের অভিনেত্রী জয়া প্রদার ব্যাক্তিগত জীবনের কিছু গল্প বলবো, যা আপনার আগে কোথাও শোনেননি। চলুন বিস্তারিত জেনে নিন।

আজ দক্ষিণ ভারতের ছোট্ট ললিতা রানীর গল্প বলবো। চিনলেন না নিশ্চই? আসলে ছোট্ট ললিতাই পরবর্তীতে জয়া প্রদা নামে বিখ্যাত হয়েছেন। তেলেগু ছবি দিয়ে তিনি প্রথম অভিনয় জগতে প্রবেশ করেন। শুধু তেলেগু ছবি নয় একদাধিক হিন্দি, মারাঠি ও বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। মাত্র ১৩ বছর বয়সে তেলেগু ছবি ‘ভূমি কোসম’ ছবিতে ছোট্ট একটি নাচের দৃশ‍্যে অভিনয় করে অভিনয় জগতে পা রাখেন।

 

অভিনয় দিয়ে তিনি হাজার মানুষের মনে বাস করলেও ব্যাক্তিগত জীবন তাঁর খুব একটা সুখের ছিল না। ব্যাক্তিগত কারণে তিনি বার বার খবরের শিরোনামে উঠে এসেছিলেন। তিনি বিয়ে নিয়ে তিন বার শিরোনামে জড়িয়ে ছিলেন। ১৯৮৬ সালে শ্রীকান্ত নাহতাকে বিয়ে করে প্রথম বারের মতো বিতর্কে জড়িয়ে ছিলেন। কেননা শ্রীকান্ত নাহতা (Srikanta Nahata) আগে থেকেই বিবাহিত ছিলেন। উভয়ের মধ্যে বিয়ে হলেও সেভাবে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি এবং জয়া স্ত্রী এর স্বীকৃতি পাননি।

 

অভিনেত্রী জয়া প্রদার সৌন্দর্যের কথা বললে তিনি সে সময় অনেক অভিনেত্রীকেই পিছনে ফেলে ছিলেন। অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্য ছিল নজরকারা। প্রসঙ্গত, শুধু অভিনেত্রী নয় তিনি একজন রাজনীতিবিদও বটে। তিনি দু দুবার রামপুরের সাংসদ থেকেছেন। অভিনয়ের জন্য তিনি তিনবার ফিল্মফেয়ার পুরস্কার (Filmfare Award) জিতেছেন। প্রায় ৩০০টির বেশি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘সর্গম’, ‘ঘর ঘর কি কাহানি’, ‘আওলাদ’, ‘তোহফা’ সহ আরো অনেক ছবি।