নীতা আম্বানির স্কুলে পড়াশোনা করে এই বলি তারকাদের সন্তানরা, ফি এতটাই যে ওই দামে কেনা যাবে বিলাসবহুল গাড়ি

বলিউড তারকাদের সন্তানরা দেশের নামি দামী স্কুলে পড়াশুনা করে থাকে। তেমনি একটি জনপ্রিয় এবং ফেমাস স্কুল হলো ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলটি মুম্বাইয়ে অবস্থিত। এই স্কুলে ঐশ্বরিয়া রায় বচ্চনের কন্যা থেকে শুরু করে শাহরুখ খানের কন্যা এই স্কুলেই পড়াশোনা করছে বা করেছেন। আসুন দেখে নিন , বলিউডের কোন কোন তারকার সন্তান এই স্কুলে পড়েছে।

১. অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চন কন্যা –

বলিউডের দুই জনপ্রিয় তারকার মেয়ে আরাধ্যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। বর্তমানে বয়স তাঁর ১০ বছর। আরাধ্যা এখন প্রাথমিক শ্রেণীর ছাত্রী হলেও তাঁর ফ্যান ফলোয়ারদের সংখ্যা নেহাত কম নয় তাঁর। প্রায়শই শিরোনামে থাকতে দেখা যায় অভিষেক কন্যাকে। বর্তমানে আরাধ্যা মুম্বাইয়ের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের পড়াশুনা করছে।

২. কারিশমা কাপুরের সন্তান –

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের দুই সন্তান সমইরা কাপুর এবং কিয়ান কাপুর। দুজনেই মুকেশ আম্বানি ও নীতা আম্বানির স্কুলে পড়েন। কারিশমা কন্যা সামাইরা বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

৩. চাঙ্কি পান্ডে –


বলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত কমেডি অভিনেত্রী হলেন চাঙ্কি পান্ডে। জনপ্রিয় এই কৌতুক শিল্পীর দুটি সুন্দরী মেয়ে আছে। তাঁর বড় মেয়ে অনন্যা পান্ডে ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। এখন তিনি সফল অভিনেত্রী।

৪. হৃত্বিক রোশন –

বলিউড সুপারস্টার হৃতিক রোশন এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজানের দুই সন্তান রয়েছে। বর্তমানে সুজান এবং হৃতিক আলাদাভাবে থাকলেও, তাঁরা দুজনেই নিজেদের সন্তানদের প্রতি খুব যত্নশীল । হৃতিকের দুই ছেলের নাম , রেহান এবং হৃদান। রেহান ও হৃদান দুজনেই ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছে।

৫. শাহরুখ খান –

বলিউড আইকন শাহরুখ খানের দুই পুত্র এবং একটি কন্যা রয়েছে। শাহরুখের মেয়ে সুহানা খান ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন।

৬. সাইফ আলী খান –

অভিনেতা সাইফ আলি খানের প্রথমপক্ষের স্ত্রী ছিলেন অভিনেত্রী অমৃতা সিংহ। তাঁদের দুই সন্তান রয়েছে, সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। সাইফের মেয়ে সারা আলি খান ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। সারা আলি খান এখন একজন বিখ্যাত অভিনেত্রী হয়ে উঠেছেন।

উল্লেখ্য বিষয়ে জানিয়ে রাখি, স্কুলের এলকেজি ক্লাস থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ফিস লাগে ১ লক্ষ ৭০ হাজার টাকা। অষ্টম থেকে ১০ শ্রেণী পর্যন্ত ফিস লাগে ১ লক্ষ ৮৫ হাজার টাকা। অ্যাডমিশন ফিস লাগে প্রায় ২৪ লক্ষ টাকা।