Bollywood-এ একের পর এক বায়োপিক, জানুন মেরি কম থেকে ধোনি জীবনের গল্প বলতে কত নিয়েছেন টাকা

বলিউডে (Bollywood)বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে অনেক ফিল্ম তৈরি হয়েছে। বিশেষ করে গত কিছু বছর ধরে বায়োপিক (Biopic) তৈরির ক্রেজ যেন বলিউডে (Bollywood)একটু বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। গত কিছু বছর ধরে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতের জনপ্রিয় খেলোয়ার জীবনের উপর প্রচুর বায়োপিক (biopic) তৈরি হয়েছে। আর এই বায়কপিক গুলি বেশ পরিমানে সাফল্য পেয়েছে বক্স অফিসে। অনেক মানুষ না জানতে পারে যে যখন কোনো বায়োপিক তৈরি হয় তখন সেই বায়োপিক ফিল্মে (films) কাজ করা অভিনেতা, অভিনেত্রী বা নির্মাতারা যে শুধু টাকা আয় করে তা কিন্তু নয়। যায় জীবনের উপর বায়োপিক তৈরি হচ্ছে তিনিও নিজের জীবনের গল্প বলার জন্য টাকা চার্জ করেন। আর বায়োপিক তৈরি করতে গেলে সেই ব্যক্তির থেকে অনুমতিও নিতে হয় যে তিনি তার জীবনের উপর বায়োপিক বানাতে চাম কি না। যেইসব বিখ্যাত সেলিব্রিটিরা নিজের জীবনের কাহিনীর বায়োপিক বানানোর জন্য রাজি হন তারা নিজের কাহিনী বলার জন্য বেশ ভালো পরিমানের টাকা চার্জ করেন। আজ আমরা সেইসব সেলিব্রিটির বিষয় আলোচনা করবো যাদের জীবনের উপর বায়োপিক তৈরি হয়েছে এবং আপনাদের জানিয়ে দেব যে তারা নিজের গল্প শেয়ার করার জন্য কত টাকা চার্জ করেছে।

১) সঞ্জু: বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বাস্তব জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল সঞ্জু বায়োপিক ফিল্মটি। এই ফিল্মে সঞ্জয় দত্তের ভূমিকায় করেছিলেন অভিনেতা রণবীর কাপুর। বক্স অফিসে বেশ সফল প্রমাণিত হয়েছিল ফিল্মটি (films)। জানিয়ে দি নিজের জীবনের গল্প বায়োপিক বানাবে বলে শেয়ার করার জন্য সঞ্জয় দত্ত ৯-১০ কোটি টাকা চার্জ করেছিলেন।

Sanjay Dutt

২) ভাগ মিলখা ভাগ: অ্যাথলিট প্লেয়ার মিলখা সিংয়ের জীবনের উপর তৈরি ফিল্ম হলো ভাগ মিলখা ভাগ। দারুন হিট করেছিল বক্স অফিসে এই ফিল্ম। ফিল্মে মিলখা সিংয়ের চরিত্র অভিনয় করেছিল অভিনেতা ফারহান আখতার। মিলখা সিং নিজের জীবনের গল্প শেয়ার করার জন্য মাত্র ১ টাকা চার্জ করেছিলেন। তবে মিলখা সিংকে কয়েন নয় বিশেষ একটি ১ টাকার নোট দেওয়া হয়েছিল যা ছাপা হয়েছিল ১৯৫৮ সালে।

Milkha singh

৩)এমএস ধোনি: ভারতের পূর্ব ক্রিকেট ক্যাপ্টেন ও প্লেয়ার এমএস ধোনির জীবনের উপর রচিত হয়েছে এই ফিল্ম। এই ফিল্মে ধোনির চরিত্র অভিনয় করেছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। নিজের জীবন কাহিনী শেয়ার করার জন্য ধোনি ৪৫ কোটি টাকা চার্জ করেছিলেন।

M.S Dhoni

৪) মেরি কম: ভারতের বক্সিং প্লেয়ার মেরি কমের জীবনের উপর রচিত বায়োপিক হলো মেরি কম। এই ফিল্মে মেরি কমের চরিত্র অভিনয় করেছিল গ্লোবাল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মেরিকম তার জীবন কাহিনী শেয়ার করার জন্য ২৫ লাখ টাকা চার্জ করেছিলেন।

Merry kom

৫) দঙ্গল: বলিউডের সবচেয়ে বেশি আয় করা ফিল্ম হলো দঙ্গল। এই বায়োপিকটি কুস্তি প্লেয়ার গীতার, ববিতার কুস্তিতে সাফল্য ও সাফল্যে তাদের বাবার ভূমিকার বিষয় দেখানো হয়েছিল। এই বায়োপিক ফিল্মে অভিনয় করেছিল বলিউড অভিনেতা আমির খান ও ফাতিমা আর সানায়া। এই ফিল্মের গল্প শেয়ার করার জন্য গীতার পরিবারকে ৮০ লক্ষ্য টাকা দেওয়া হয়েছিল।

Dangal, gita

৬) ছাপাক: এই ফিল্মটি অ্যাসিড অ্যাটাক উইক্টাম মালতির জীবনের উপর তৈরি হয়েছিল। এই ফিল্মে দেখানো হয়েছিল যে মালতির উপর অ্যাসিড অ্যাটাক হওয়ার পর কিভাবে সে লড়াই করে ইন্ডিয়ায় লাইসেন্স ছাড়া অ্যাসিড বিক্রি বন্ধ করিয়েছিল। মালতির চরিত্রটি ফিল্মে অভিনয় করেছিল অভিনেত্রী দীপিকা পাডুকোন। মালতি নিজের জীবনের কাহিনী শেয়ার করার জন্য ১৩ লাখ টাকা চার্জ করেছিলেন।

Malati, chapak

৭) পান সিং তোমার: পান সিং তোমার একজন ভারতীয় সৈনিক ছিলেন ও ভারতীয় জাতীয় গেমসে স্বর্ণপদক বিজয়ী ছিলেন। এনার জীবনের উপর এই বায়োপিক ফিল্মটি তৈরি হয়েছিল। এই ফিল্মে পান সিংয়ের চরিত্র অভিনয় করেছিলেন প্রয়াত ইরফান খান। এই ফিল্মটি বলিউডে মারাত্মক জনপ্রিয়তা পেয়েছিল। এই বায়োপিক তৈরির জন্য পান সিং তোমারের পরিবারকে ১৫ লক্ষ্য টাকা দেওয়া হয়েছিল।

Pan singh tomar

৮) সচিন: এই ফিল্মটি ভারতীয় ক্রিকেটার সচিন টেন্ডুলকারের জীবনের উপর তৈরি হয়েছিল। এই ফিল্মে সচিন নিজে তার চরিত্র অভিনয় করেছিলেন। নিজের গল্প শেয়ার করার জন্য সচিন ৪০ কোটি টাকা চার্জ করেছিলেন।

Sachin

৯) আজহার: এই ফিল্মটি ভারতীয় পূর্ব ক্রিকেট প্লেয়ার মহম্মদ আজহারউদ্দিনের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছিল। ফিল্মে আজারউদ্দিনের চরিত্র অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা ইমরান হাসমি। এই ফিল্মটি যদিও বক্স অফিসে ফ্লপ প্রমাণিত হয়েছিল। নিজের কাহিনী শেয়ার করার জন্য আজহারউদ্দিন কোনো টাকা চার্জ করেননি।

Azhar

১০) ‘৮৩’: এই ফিল্ম ভারতের পূর্ব ক্রিকেটার ও ক্যাপ্টেন কপিল দেবের জীবনের উপর তৈরি হয়েছিল। এই ফিল্মে ভারতের ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জেতার গল্প রয়েছে। এই ফিল্মে কপিল দেবের চরিত্র অভিনয় করেছে রণবীর সিং। নিজের জীবনের এই কাহিনী শেয়ার করার জন্য কপিল দেব ৫ কোটি টাকা পেয়েছেন এবং টিম পেয়েছে ১০ কোটি টাকা।

Kapil Dev, 83