হৃতিক রোশন, অনুরাগ কাশ্যপ থেকে অর্জুন কাপুর! লাল সিং চাড্ডা ফ্লপ হতেই একের পর এক বেরিয়ে আসছে বলিউড তারকার রিঅ্যাকশন

বলিউড সেলিব্রিটিরা মুখ খুললেন বয়কট বলিউড ট্রেন্ডের বিষয়

সম্প্রতি বলিউডের জন্য খারাপ সময় চলছে। দর্শকরা বয়কট বলিউডের স্লোগান লাগাচ্ছে। এতদিন বলিউডের লোকেরা এই ‘বয়কট বলিউডের’ ট্রেন্ডটিকে সেরম সিরিয়াসভাবে নিচ্ছিলো না কিন্তু আমির খানের লাল সিং চাড্ডা ফিল্মের অবস্থা দেখার পর বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে। আসলে এই বয়কটের ট্রেন্ডের শুরু হয় আমির খান ও কারিনা কাপুরের একটি ভাইরাল মন্তব্যের কারণে। বিষয়টি হলো আমির খান কিছু বছর আগে বলেচিলেন যে ‘ তিনি ভারতে সুরক্ষিত অনুভব করছেন না’ এবং অন্যদিকে কারিনা কাপুর বলেছিল যে ‘যদি আমাদের স্টারকিডদের নিয়ে দর্শকদের এতো সমস্যা থেকে তাহলে দেখতে হবে না আমাদের ফিল্ম’। এই দুটি মন্তব্যের দর্শকরা রেগে যায় ও বয়কট করা শুরু করে। প্রথমে শুধু লাল সিং চাড্ডা ফিল্ম ও আমির-কারিনাকে মানুষ বয়কট করছিলো। কিন্তু ধীরে ধীরে এই বয়কট বলিউডের যারা লাল সিং চাড্ডা ফিল্মকে সাপোর্ট করেছিল তাদেরকে ও গোটা বলিউডকেই বয়কট করতে শুরু করে দর্শকরা।

Laal singh chadda

সম্প্রতি বয়কটের তালিকায় নাম যুক্ত হয়েছে বলিউডের বিখ্যাত অভিনেতা ঋত্বিক রোসানের। আসলে তিনি ‘লাল সিং চাড্ডা’ ফিল্মের প্রচার করেছিলেন ও দর্শকদের কাছে অনুরোধ করেছিলেন যাতে লোকে ফিল্মটি দেখে। এই প্রচার করেই বোধহয় তিনি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিলেন। যেহেতু তিনি লাল সিং চাড্ডা ফিল্মটিকে সাপোর্ট করেছিলেন দর্শকরা এখন ঋত্বিক ও তার ফিল্মকে বয়কট করা শুরু করে দিয়েছে। জানিয়ে দি যে ঋত্বিকের আপকামিং ফিল্ম হলো ‘বিক্রম বেধা’। এখন দর্শকরা বয়কট ‘বিক্রম বেধা’ হ্যাশট্যাগের ট্রেন্ড চালাচ্ছে।

Hrithik Roshan

অন্যদিকে আবার বলিউডের ফিল্ম মেকার অনুরাগ কাশ্যপ ‘লাল সিং চাড্ডা’ ফিল্ম ফ্লপ হওয়ার পিছনে পনিরের বাড়ন্ত দামকে দায়ী করেছেন। অনুরাগের মতে যেহেতু খাবারের জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে ও মানুষের খরচার বেশিরভাগ টাকা খাবারের পিছনে চলে যাচ্ছে সেহেতু মানুষের কাছে টাকা থাকছে না হলে গিয়ে ফিল্ম দেখার। তাই মানুষ ফিল্ম দেখার টাকা বাঁচাতে বয়কটের ট্রেন্ড চালাচ্ছে। এই মন্তব্যের পর খুব বাজেভাবে ট্রোলের স্বীকার হয়েছেন অনুরাগ। অনেক ইউজার সোশ্যাল মিডিয়ায় তাকে প্রশ্ন করেছে যে ‘ আজকাল প্রায় খাবারের জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। যখন kgf-2, কাশ্মীর ফাইল, আরআরআর ফিল্ম মুক্তি পেয়েছিল তখনো কিছু খাওয়ারের জিনিসের দাম বৃদ্ধি পেয়েছিল তাহলে ওই ফিল্ম গুলো মানুষ দেখলো কি করে এবং ফিল্ম গুলি হিট করলোই বা কি করে?’ অনুরাগের এই মন্তব্যের পর বয়কট বলিউডের ট্রেন্ড আরো জোর ধরেছে।

Anurag kashyap

এরপর ‘বয়কট বলিউডের’ ট্রেন্ডকের বাড়তে দেখে মুখ খুলেছে বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তিনি বলেছেন যে “এখন উত্তর দেওয়ার সময় এসেগেছে। দিন দিন বয়কট বলিউডের ট্রেন্ডের নাটক বৃদ্ধি পেতেই থাকছে। আর বলিউডের লোকেরা এই বিষয় চুপ থেকে ভুল করছে ও এই বিষয় প্রশ্রয় দিচ্ছে। মানুষেরা বলিউডের লোকেদের শালীনতার সুযোগ নিচ্ছে। মানুষের মনে যা আসছে তারা আমাদের বিষয় যা খুশি বলে চলেছে। আমি ভেবেছিলাম আমাদের কাজ মানুষকে উত্তর দেবে এবং আমাদের নিজেদের হাটকে নোংরা করতে হবে না। কিন্তু এখন জিনিসগুলো লিমিটের বাইরে চলে যাচ্ছে। বয়কট সিস্টেম মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। এবার আমাদের একসাথে মিলে আওয়াজ তুলতে হবে।”

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে অর্জুন কাপুর কার বিরুদ্ধে লড়াই করতে চাইছে ? এইভাবে লড়াই করে তিনি কি পাবে? এইভাবে লড়াই করে তিনি দর্শকদের বাধ্য করে নিতে পারবে কি নিজের ফিল্ম দেখার জন্য ? অর্জুন কাপুরের বোঝা উচিত যে তিনি এমন একজন অভিনেতা যার ফিল্ম ফ্লপ হোক কিংবা না হোক তার ফিল্ম এমনিতেও চলে না। সবসময় ফ্লপের সম্মুখীন হতে হয় তার ফিল্মগুলিকে। আর এই মন্তব্য করার পর বয়কটের ট্রেন্ড যেইভাবে তাকেও ঘেরাও করেছে এবার তার ফিল্মের একটা টিকিটও বিক্রি হবে কিনা সন্দেহ।

Arjun Kapoor

লোকেদের বলিড ফিল্ম বয়কটের পরিমান স্বরূপ আমিরের লাল সিং চাড্ডা ফিল্মটি ফ্লপ প্রমাণিত হয়েছে। ১৮০ কোটি টাকার বাজেটে তৈরি ফিল্মটি প্রথম ৬ দিনে ৫০ কোটি টাকাও তুলতে পারেনি। প্রথম ৬ দিনের ফিল্মের আয় ছিল মাত্র ৪৮.৩৩ কোটি টাকা। এছাড়া অনুমান করা হচ্ছে যে বলিউডের বিরুদ্ধে দর্শকদের এই বয়কটের ট্রেন্ড এতো তাড়াতাড়ি শান্ত হবে না। আগামী আসন্ন ফিল্ম রণবীরের ‘ব্রহ্মাঅস্ত্র’, ঋত্বিকের ‘বিক্রম বেধা’, শাহরুখের ‘পাঠান’ ইত্যাদি ফিল্মের উপর প্রভাব ফেলবে এই বয়কট ট্রেন্ড।