ফুটপাত থেকে উঠে এসে আজ বলিউডের কিং খান, শাহরুখের জীবন সংগ্রাম কাহিনী হার মানাবে সিনেমার গল্পকেও

ফুটপাত থেকে উঠে এসেছিল এই তারকা

স্বপ্ন পূরণ করতে গেলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, এটি কম বেশি সকলেরই জানা। সাফল্যের চূড়ায় পৌঁছাতে গেলে, ত্যাগ স্বীকার করতেই হবে। এখানে ত্যাগ বলতে আরামদায়ক জীবন থেকে বেরিয়ে, কঠোর পরিশ্রম এবং সততার কথা বলা হয়েছে। আজ বলিউড ইন্ডাস্ট্রি (Bollywood Industry) এমনই অভিনেতার কথা বলবো, যিনি শূন্য থেকে শুরু করে আজ কয়েক কোটি সম্পত্তির মালিক। তিনি নাম, খ্যাতি সব কিছুই অর্জন করেছেন।

 

 

এই অভিনেতা যখন নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি দেন, তখন তাঁর কাছে না ছিল টাকা, না ছিল থাকার জায়গা। তিনি প্রথমে একটি টিভি শোতে কাজ পেয়েছিলেন। সেই টিভি শোয়ের অফিসেই তিনি কয়েক রাত কাটিয়েছিলেন ঘুমানোর জন্য। এরপর সেই অনুষ্ঠানের মালিক, তাঁকে জায়গা দিয়েছিলেন থাকার জন্য। তাঁকে টাকাও ধার নিতে হয়েছিল এক বন্ধুর কাছ থেকে। সেই অভিনেতা আর কেউ নন, বলিউডের কিং খান তথা শাহরুখ খান (Sharukh Khan)।

 

তিনি যখন মুম্বাই পাড়ি দিয়েছিলেন, তাঁর আগেই তাঁর বাবা মারা গিয়েছিলেন। বাবা মারা যাওয়ার কিছুদিন পর, তার মাও মারা যান। তাঁর বোনের অবস্থাও স্বাস্থ্য তেমন ভালো ছিল না। একটি ইভেন্টের মিডিয়ার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জীবনের এত খারাপ পর্যায়েও তিনি নিজেকে বোঝাতে শুরু করেছিলেন, এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। এটাই তাঁর অনুপ্রেরণা হয়ে উঠেছিল। এমনকি তিনি বিয়ে করে ভাড়া বাড়িতে উঠেছিলেন।

 

১৯৮৮ থেকে ১৯৮৯ সালের টিভি শো ‘ ফৌজি ‘ তে তিনি পার্শ্ব চরিত্রে কাজ করার সুযোগ পান। কিন্তু কাকতালীয়ভাবে সিরিয়ালের প্রধান অভিনেতা তাঁর ভূমিকা ছেড়ে দেন। এরপর শাহরুখ খান সেই জায়গাটি পান। এরপর তিনি আরো একটি সিরিয়াল ‘ সার্কাসে ‘ চরিত্র পেয়েছিলেন। টিভিতে অভিনয়ের পর তিনি ইন্ডাস্ট্রির নজরে আসতে শুরু করেন। ১৯৯১ সালে হেমা মালিনীর ‘ দিল আশনা হ্যায় ‘ চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি ফিল্ম ক্যারিয়ার শুরু করেন।

 

সিনেমায় অভিনয়ের শুরুর দিকে তিনি ভিলেনের চরিত্রে অভিনয়ের জন্য বেশি স্বীকৃত ছিলেন তার সেই সিনেমা গুলি হল বাজিগর, ডার, আনজাম ইত্যাদি। তবে তার অভিনয় জীবনের সবথেকে বড় সাফল্য নিয়ে আসে দিলওয়ালে দুলহানিয়া লে জায়গি সিনেমা। এই সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তি পায়।

এই সিনেমায় তার নায়ক চরিত্রের রোমান্টিক অভিনয় সকলের মনে তাকে রোমান্টিক অভিনের জায়গা করে নিতে সাহায্য করে। এই সিনেমায় তার সাথে নায়িকা চরিত্রে অভিনয় করেন কাজল। এই সিনেমায় তাদের দুজনের এই রোমান্টিক মিষ্টি প্রেমের কাহিনী ভারতের রোমান্টিক সিনেমা জগৎকে আরো সমৃদ্ধ করে।

 

এই সিনেমার মাধ্যমে শাহরুখ খান বলিউডে তার অভিনয় ও ক্যরিয়ার দুইটি নিশ্চিত করেন। আর এই সিনেমাটি ভারতের সিনেমার ইতিহাসের অনেক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরী করে নেয়। অভিনেতা হিসেবে শাহরুখ খান ও অভিনেত্রী হিসেবে কাজল বহু মূল্যবান অ্যাওয়ার্ড অর্জন করেন।