বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধে ক্যারিয়ার গড়তে মুম্বাই এসেছিলেন বলিউডের এই ৯ বিখ্যাত সেলিব্রিটি

বলিউডের এই ৯ জন অভিনেতা - অভিনেত্রী পরিবারের বিরুদ্ধে ছিল

বলিউডের (Bollywood) সঙ্গে জড়িত অভিনেতা অভিনেত্রীদের(Actor-Actress) নিয়ে প্রতিদিনই কিছু না কিছু খবর প্রকাশিত হয়। আজ আপনাদের বলিউডের এমন সব অভিনেতা অভিনেত্রীদের বিষয়ে জানাবো যাঁরা বলিউডে ক্যারিয়ার(Career) বানানোর জন্য পরিবার ছেড়ে এসেছিল। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, দেশে এখনো এমন অনেক পরিবার রয়েছে, যারা চান না তাদের ছেলে বা মেয়েরা অভিনয় করুক। ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে, যাদের বলিউডে ক্যারিয়ারের শুরুতে পরিবারের সমর্থন মেলেনি। এই প্রতিবেদনে আপনাদের এমনই কিছু বলিউড অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে জানাবো। যাঁরা পরিবারের সঙ্গে লড়াই করে সবকিছু ছেড়ে মুম্বাই এসেছিলেন বলিউডে ক্যারিয়ার বানানোর জন্য এবং আজ তারা সফল। চলুন তাহলে জানাই কোন কোন অভিনেতা-অভিনেত্রী পরিবার ছেড়ে মুম্বাইয়ে চলে এসেছিল?

হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির(Hindi Television Industry) কোন কোন অভিনেতা পরিবার ছেড়ে মুম্বাইয়ে এসে ক্যারিয়ার বানিয়েছিলেন?

১) মোহেনা কুমারী সিং(Mohena Kumari Singh)

Mohena Kumari Singh

হিন্দি টিভি ইন্ডাস্ট্রির অত্যন্ত সুপরিচিত অভিনেত্রী হলেন মোহনা কুমারী সিং। যিনি অনেক টিভি সিরিয়ালে কাজ করেছেন। তবে তাঁর পরিবারের সদস্যরা কখোনো এই বিষয়ে তাঁকে সমর্থন করেননি। যে কারণে তিনি বিয়ের পর টিভি ইন্ডাস্ট্রি ছেড়ে দেন।

২) শ্রুতি শর্মা(Sruti Sharma)

Sruti Sharma

হিন্দি টেলিভিশন জগতে শ্রুতি শর্মা খুবই পরিচিত একটি মুখ। তিনি ‘নামাক ইশক কা’ (Namak Issk Ka) সিরিয়ালের কাজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে এই বিষয়ে তাঁর পরিবার বিশেষ করে তাঁর বাবা মা তাঁকে সমর্থন করেননি।

৩) হিনা খান (Hina Khan)

Hina Khan

‘ইয়ে রিশতা ক্যা কেহলতা হে’ (Yeh Rishta Kya Kehlata Hai ) সিরিয়ালের অভিনেত্রী হিনা খান আকসারা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে তাঁকেও পরিবারের সঙ্গে লড়াই করতে হয়েছিল টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। পরিবারের পক্ষ থেকে তাঁকে এ বিষয়ে সমর্থন করা হয়নি।

৪) অঙ্কিত গেরা(Ankit Gera)

Ankit Gera
অঙ্কিত গেরা হলেন একজন ব্যবসায়ী(Businessman)। তবে তাঁকে হিন্দি সিরিয়ালেও অভিনয়ে করতে দেখা গেছে। তবে অভিনয়ের বিষয়ে পরিবার থেকে কোনো সমর্থন তিনি পাননি। তাঁর পরিবার চেয়েছিল তিনি পারিবারিক ব্যাবসা চালিয়ে যান।

৫) কঙ্গনা রানাউত(Kangana Ranaut)

Kangana Ranaut

বলিউডের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন কঙ্গনা রানাউত। তিনি বহু হিট ছবিতে কাজ করেছেন এবং করে চলেছেন। তিনি বলিউডে নিজস্ব একটি জায়গা তৈরি করেছেন এবং রয়েছে প্রচুর ফ্যান ফলোয়িং। তবে কঙ্গনার মা-বাবা কখনোই চাননি যে, তিনি সিনেমা জগতে কাজ করুক।

৬) পঙ্কজ ত্রিপাঠী(Pankaj Tripathi)

Pankaj Tripathi

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী নিজের অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে নিজের জায়গা বানিয়েছেন। বহু হিট ছবিতে তিনি কাজ করেছেন। তবে ক্যারিয়ার বানানোর সময় তাঁকে পরিবারের বিরুদ্ধে যেতে হয়েছিল। কেননা পরিবারের কেউ চাননি তিনি অভিনয় জগতে আসুক।

৭) সুরভিন চাওলা(Surveen Chawla)

Surveen Chawla

হিন্দি টেলিভিশনের আর এক সুন্দরী অভিনেত্রী হলেন সুরভিন চাওলা। যিনি তাঁর সৌন্দর্যের জন্য প্রায়শই খবরের শিরোনামে থাকেন। তবে তাঁর পরিবারের দিক থেকে এই বিষয়ে কোনো সমর্থন ছিল না।

৮) আয়ুষ্মান খুরানা(Ayushmann Khurrana)

Ayushman Khurana

বলিউডের জনিপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা, যিনি ক্যারিয়ার শুরু করেছিলেন টিভি ইন্ডাস্ট্রি কাজের মাধ্যমে। তবে তাঁর পরিবারের কোনো সদস্য চাননি তিনি যে তিনি সিনেমা বা সিরিয়ালে কাজ করুক। যে কারণে তিনি পরিবার ছেড়ে মুম্বাইয়ে আসেন এবং আজ তিনি একজন সফল অভিনেতা।

৯) ইরফান খান(Irfan Khan)

Irfan Khan

প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান একজন বড় মাপের শিল্পী, যাঁর অভিনয় দক্ষতার কোনো তুলনা হয়না। তিনি হলিউডের ছবিতেও কাজ করেছেন। তবে এই বিষয়ে তাঁর পরিবার থেকে কোনো সমর্থন ছিল না। তিনি পরিবারের বিরুদ্ধে গিয়ে মুম্বাই এসে নিজের ক্যারিয়ার গড়েছেন