বাংলার মহিলাদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারেরঃ এই কাজ করলে, প্রতি মাসে পাবেন আরও ১০০০ টাকা করে!

বাংলার মহিলাদের কথা বিবেচনা করে আরও এক বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের (west bengal) রাজ্য সরকার। প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmi Bhandar) সুবিধা পৌঁছে দেওয়ার জন্য, ঘটাল বিরাট বড় পরিবর্তন। পুরনো শর্ত ব্যতিরেকে, শুরু করল এক নতুন নিয়ম। যাতে লাভবান হবেন রাজ্যের মহিলারা।

পূর্বে নিয়ম ছিল, স্বাস্থ্য সাথী কার্ড না থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না রাজ্যের মহিলারা। এবার সেই নিয়মে বড়সড় বদল ঘটাল রাজ্য সরকার। জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন রাজ্যের মহিলারা। সেইসঙ্গে ক্যাটাগরি অনুযায়ী কেউ ৫০০ টাকা এবং কেউ ১০০০ টাকা পাবেন।

img 20230425 230546

এবার সেইসকল মহিলা, যাদের লক্ষ্মীর ভাণ্ডার করা নেই, তাঁরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অনায়াসে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ধারণা করা হচ্ছে, আসন্ন পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়েই সিদ্ধান্তে এমন বদল ঘটিয়েছে রাজ্য সরকার।

img 20230425 230429

জানিয়ে রাখি, ২০২১ সালের বিধানসভা জয়ের পর মহিলাদের আর্থিক সহায়তা লাভের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। সেখানে বলা হয়েছিল, ২৫ বছরের উর্দ্ধে বিবাহিত কিংবা অবিবাহিত অর্থাৎ সকল মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

img 20230425 230602

এই প্রকল্পের আয়ত্তায় আবার ক্যাটাগরি অনুযায়ী প্রাপ্ত টাকার অঙ্কেরও পার্থক্য করা ছিল। এখানে বলা হয়েছিল, সাধারণ ক্যাটাগরির মহিলারা এই প্রকল্পের আয়ত্তায় পাবেন মাসিক ৫০০ টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতিত মহিলারা পাবেন মাসিক ১০০০ টাকা করে। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।