আধুনিক সমস্ত সুবিধা থেকে শুরু করে থাকছে বিশেষ রেস্তোরাঁও! পর্যটকদের জন্য স্পেশাল ট্রেন চালু করল ভারতীয় রেল

যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে রেল পরিষেবাকেই বেছে নেয় বেশিরভাগ মানুষজন। এমনকি ভারতীয় রেলকে (indian railway) গণপরিবহনের মেরুদন্ড হিসাবেও বিবেচনা করা হয়। একসঙ্গে অনেক যাত্রীকে একই সময়ে এবং সস্তায় তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য রেল পরিষেবার জুড়ি মেলাভার।

যাত্রা পথে যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে, বিভিন্ন সময়ে নানারকম নতুন নতুন নিয়ম বের করে ভারতীয় রেল। যাতে করে যাত্রাপথে যাত্রীদের যাতে কোনরকম কোন সময়া না হয়। সেরকমই এবার সফরকালে যাত্রীদের রেস্তোরাঁ থেকে সব ধরনের অত্যাধুনিক সুবিধা দেওয়া জন্য এক বিশেষ ট্রেন তৈরি করল ভারতীয় রেল।

img 20230324 120615

একপক্ষ কাল ধরে দেশের আভ্যন্তরীণ পর্যটন কেন্দ্রগুলিকে প্রচারের লক্ষ্য নিয়ে এক বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। যে ট্রেনটি প্রতি মঙ্গলবার দিল্লি সফদরজং থেকে রওনা দেবে। এই ট্রেন যাত্রীদের উত্তর-পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবে।

‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ এবং ‘দেখো আপনা দেশ’ উদ্যোগের অধীনে চলবে ‘গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেন’ (Bharat Gaurav Train)। মণিপুর, মিজোরাম এবং সিকিমকে বাদ দিয়ে অসমের গুয়াহাটি, শিবসাগর, ফুরকাটিং এবং কাজিরাঙ্গা, ত্রিপুরার উনকোটি, আগরতলা এবং উদয়পুর, নাগাল্যান্ডের ডিমাপুর এবং কোহিমা দিয়ে দৌড়াবে এই ট্রেন। সেইসঙ্গে এই ট্রেনের যাত্রীদের কামাখ্যা মন্দির এবং উমানন্দ ভৈরব মন্দির এবং ব্রহ্মপুত্রের উপর সূর্যাস্ত ক্রুজে চেপে পরিদর্শন করানো হবে।

img 20230324 120641

ট্রেনে যাত্রীদের জন্য জনপ্রিয় সব ভারতীয় খাবারের ডালি সাজানোর পাশাপাশি একটি স্পেশাল রেস্তোরাঁও থাকছে। যাত্রীদের সুরক্ষা ও নিরাপদ যাত্রার কথা মাথায় রেখে উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে থাকছে আধুনিক সুবিধা সম্পন্ন বাথরুমের ব্যবস্থাও। ১৪ রাত এবং ১৫ দিনের এই ভ্রমণে পর্যটকরা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণের আনন্দ অনুভব করতে পারবেন।