হঠাৎ করেই নিজের বেশিরভাগ গাড়ি বিক্রি করে দিলেন বিরাট কোহলি! কারণ জানলে হবেন অবাক

ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক হলেও, আজও যেন তিনিই সবার সেরা। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও ভক্তসংখ্যা নেহাত কম নয় বিরাট কোহলির (Virat Kohli)। প্রথম থেকেই তাঁর গাড়ির শখ থাকার বিষয়ে শোনা গিয়েছিল। এমনকি তাঁর গ্যারেজে বিভিন্ন সময়ে নানারকমের গাড়ির লাইন লেগে থাকতেও দেখা যেত। কিন্তু এখন সেই লাইনের প্রায় অর্ধেক জায়গাই ফাঁকা থাকতে দেখা যাচ্ছে।

img 20230331 233334

বিষয়টা হল, প্রথম থেকেই গাড়ি বড্ড ভালোবাসতেন ক্রিকেটার বিরাট কোহলি। তাঁর গ্যারেজে বিভিন্ন দামী দামী গাড়ি সাজানো থাকত। কিন্তু হঠাৎ করেই তাঁর গ্যারেজের বেশিরভাগ গাড়ি আর দেখা যাচ্ছে না। কারণ জানতে গিয়ে, উত্তর শোনা গেল খোদ ক্রিকেটারেরর মুখ থেকেই।

সম্প্রতি আরসিবির ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও থেকে এই বিষয়ের খোলসা করা গেল। ভিডিওতে দেখা যায় এক সাক্ষাৎকারে বিরাট কোহলি বলছেন, ‘ঝোঁকের বশেই আমি আমার বেশিরভাগ গাড়ি কিনেছিলাম। হিসেব করলে দেখা যাবে, সেসব গাড়ির মধ্যে বেশিরভাগগুলোতেই আমার খুব একটা চড়াও হয়নি কিংবা চালানোও হয়নি। এভাবে একটা সময় পর মনে হল, শুধু শুধু এতগুলো গাড়ি কেনার কোন মানেই হয় না। তাই যেগুলো দরকার, শুধুমাত্র সেগুলো রেখে বাকিগুলো বিক্রি করে দিয়েছি’।

img 20230331 233349

সেইসঙ্গে নিজের পরিণত হওয়া প্রসঙ্গে কিং কোহলি জানান, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ অনেকটা পরিণত হয়। তখন সে চারপাশের জিনিসের বিষয়ে বুঝতেও পারে এবং ভাবতেও পারে। মানুষের দেখবেন একটা বয়সের পর আর খেলনা ভালো লাগে না। তখন তাঁর যেটা প্রয়োজন, সে শুধুমাত্র সেটাই খুঁজে নেয়’।