পুরুষাঙ্গের মত ফুল দেখতে বোটানিক্যাল গার্ডেনে উপচে পড়ছে মানুষের ঢেউ

প্রকৃতি নিজেই বড় শিল্পী। তার ইচ্ছামত সে আশ্চর্যজনক প্রাকৃতিক জিনিস গুলোকে সাজিয়ে তোলে। আর এবার এক অদ্ভুত ধরনের ফুল প্রকৃতির সৃষ্টি করেছে। যা দেখতে অনেকটা পুরুষ অঙ্গের মতো। গত ২৫ বছর এই প্রথম পেনিস গাছের ফুল ফুটতে দেখল নেদারল্যান্ড বাসী। আর যার ফলে ডাচ শহর লেইডনের বোটানিক্যাল গার্ডেনে মানুষের ঢল উপচে পড়ার মতো। কারণ, এমন বিরল ঘটনার সাক্ষী হতে চাই প্রত্যেকে। গাছটির লম্বা প্রায় সাড়ে ছয় ফুট আর। এই গাছটি পেনিস গাছ নামে পরিচিত।

এর বৈজ্ঞানিক নাম ‘অমোরফ্যোলাস ডেকাস-সিলভি’। ‘অমোরফ্যোলাস’ -এর অর্থ হল আকার বিহীন পুরুষাঙ্গ’। এই গাছে সাধারণত ফুল ফুটতে সময় লাগে ২০ বছরেরও বেশি। গত ১৯ অক্টোবর, প্রায় ২৫ বছর পর লেইডেন হার্টস বোকানিকাসের এইগাছে ফুল ফুটতে দেখা গেল। বিশেষজ্ঞরা মনে করছেন, “ইউরোপে এই নিয়ে দ্বিতীয়বার পেনিস গাছে ফুল ফুটতে দেখা গেল।”

পেনিস গাছটি সাধারণত ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে জন্মায়। অর্থাৎ, দক্ষিণ-পশ্চিম এশিয়ায় এটি দেখতে পাওয়া যায়। লেইডেনের বোটানিক্যাল গার্ডেনে নির নিজস্ব ইনস্টাগ্রাম জানানো হয়েছে যে, পেনিস গাছকে বড় করে তোলা খুবই কঠিন। আর এই গাঠকে বেড়ে ওঠার জন্য দরকার উষ্ণ ও মাঝারি আদ্র আবহাওয়ার।

এই গাছের বিষয়ে লেইডেনের বোটানিক্যাল গার্ডেনে আরও জানানো হয়েছে যে, “আমাদের বিশেষ ফুলটি প্রস্ফুটিত হয়েছে। এই পেনিস ফুলটি জনপ্রিয় ‘Amorphophallus titanum’-এর বংশধর। এই ফুলটি যখন প্রস্ফুটিত হয় তখন প্রচন্ড দুর্গন্ধ ছড়ায়। যার ফলে বহু মাছি এবং অন্যান্য পরাগ সংগ্রহকারী এই গন্ধে আকর্ষিত হয়। যার ফলে এই ফুলটি দেখতে আসতে হলে নিজেকে সাবধানতা বজায় রাখতে হবে।”

লেইডেনের বোটানিক্যাল গার্ডেন থেকে তাদের শহরবাসীদের এই অদ্ভুত ফুলটি র সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হওয়ার মুহূর্তকে দেখতে আসার জন্য আমন্ত্রণও জানানো হয়েছিল। আর এই বোটানিক্যাল গার্ডেন টি তারা খোলা রেখেছিল সন্ধ্যে ছটা পর্যন্ত। আর যার জন্য তারা টিকিট বুকিং এর প্রক্রিয়াও চালু করেছিল।