অভিনেত্রী মহিমা চৌধুরীর মেয়ের ছবি ভাইরাল, দেখে পাগল নেটিজনরা

এক সময়ের বলিউডের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী মহিমা চৌধুরী প্রায়শই খবরের শিরোনামে থাকেন। তিনি ১৯৯৭ সালে ‘পারদেস’ ছবির মাধ্যমে বলিউড জগতে আত্মপ্রকাশ করেছিলেন নব্বই দশকে। তবে বিগত কিছু বছর ধরে তিনি বলিউড জগত থেকে নিজেকে সরিয়ে রেখেছেন।

মাহিমা চৌধুরী সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন। তার কিউটনেসে পাগল হয়ে যেতেন তার ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়ার কম নয়। তিনি সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন। তাঁর যে কোন ছবি আপলোড হওয়া মাত্র ভাইরাল হয়ে পড়ে। তবে আজকাল অভিনেত্রীর সাথে অভিনেত্রীর মেয়ে আরিয়ান প্রায়শই খবরের শিরোনামে আসছে।

আসলে আরিয়ানা মায়ের মতোই দেখতে খুবই সুন্দর এবং কিউট। সম্প্রতি অভিনেত্রী, বোন আকাঙ্ক্ষা এবং মেয়ে আরিয়ানা দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলেন। তাঁদের ছবি ক্যামেরাবন্দি করেছেন কোন এক রিপোর্টার, সেই ছবি ও ভিডিও আপলোড করতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে।

মাহিমার মেয়ে আরিয়ানা খুবই কিউট ও সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে অনেকেই আরিয়ানাকে নিয়ে মন্তব্য করেছেন, ‘খুব সুন্দর এবং মায়ের কার্বন কপি’, আবার অনেকে লিখেছেন, ‘কত কিউট’। তবে অভিনেত্রীর সাথে তাঁর স্বামী ববি মুখার্জি থাকেন না। ববি মুখার্জি একজন ব্যবসায়ী। তাঁরা সাত বছর একসাথে সংসার করেছিলেন, কিন্তু ২০১৩ সালে দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে।

অভিনেত্রী তাঁর মেয়েকে তাঁর হেফাজতে রাখার জন্য দীর্ঘ কিছু বছর ধরে আইনি লড়াই লড়েছিলেন। অবশেষে মেয়ে আরিয়ানাকে কাছে পান অভিনেত্রী।
তবে বলিউড জগতে অভিনেত্রী মহিমা অনেক ভালো ভালো ছবি করেছেন, যেমন ‘দিল কেয়া করে’,’ লজ্জা’, ‘ধড়কান’, ‘দিওয়ানে’, ‘দিল হ্যায় তুমহারা’, ‘ওম জয় জগদীশ’ প্রমূখ। অভিনেত্রীর সর্বশেষ কাজ ২০১৬ সালের , বাংলা ক্রাইম থ্রিলার ‘ডার্ক চকলেট’।

Related Articles

Back to top button