পাকিস্তানি বাবা, বাংলাদেশি মা! শুধুমাত্র ১ টা কারণেই সন্তানের নাম রাখলেন ইন্ডিয়া

১ টা কারণেই সন্তানের নাম রাখলেন ইন্ডিয়া

সন্তানের (Child) নাম পিতা-মাতা (Parents) বিভিন্ন রকম দিয়ে রাখেন। অনেকে একটু ট্র্যাডিশনাল (Traditional) নাম পছন্দ করেন। অনেকে আবার মডার্ন (Modern) নামও দিয়ে রাখেন। যুগের সাথে তাল মিলিয়ে আজ নামের ক্ষেত্রেও এক ব্যতিক্রম কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। যা শুনলে আপনারাও তাজ্জব হবেন, চলুন বিস্তারিত জেনে নিন।

কাহিনীতে রয়েছে অন্যরকম টুইস্ট। বুঝলেন না তাহলে আরেকটু খোলসা করে আপনাদের জানাই এক দম্পতি। তাদের ছেলের নাম রাখলেন ইন্ডিয়া (India)। এর পেছনে কারণ দিলেন হাস্যকর যুক্তি। যা শুনলে আপনি নিজেও হেসে ফেলবেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্টটি ব্যাপক ভাইরাল হয়েছে।

যিনি এই পোস্টটি (Post) করেছেন, তিনি পাকিস্তানের জনপ্রিয় নাসিক গায়ক উমার ইশা (Umar Isha)। প্রসঙ্গত জানিয়ে রাখি, তাঁর স্ত্রী হলেন একজন বাংলাদেশী। এই দম্পতি তাদের মাঝখানে সন্তানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ নতুন বাবা মায়েদের সতর্কতা এবং আমাদের মত যাদের অবস্থা তাদেরও সমবেদনা রইল।’

‘আমি এবং আমার স্ত্রী আমাদের প্রথম সন্তান ইব্রাহিমকে নিয়ে ছোটবেলায় বিছানায় ঘুমাতাম। নতুন বাবা-মা হিসাবে এটি সঠিক বলে মনে হয়েছিল। কিন্তু এখন এটা আমাদের ভুল মনে হয়। কারণ সে এখন আর নিজের ঘরে থাকতে চায় না। সে আমাদের মাঝে এসে ঘুমোয়। এই কারণে ইব্রাহিমের একটি নতুন নাম ঠিক করেছি দুজনে। তার নাম দিয়েছি ইন্ডিয়া (India)। https://www.instagram.com/p/CljG12sqK0o/?igshid=YmMyMTA2M2Y=

 

পোস্টটি ইতিমধ্যে প্রচুর শেয়ার হয়েছে। কমেন্ট পড়েছে ১৬০০ থেকে ১৭০০ মানুষের। সন্তান বাবা-মায়ের মাঝখানে ঘুমানো সাধারণ বিষয় হলেও এরকম মজার কাহিনী শুনে সোশ্যাল মিডিয়ায় নেটিজনরা বেশ মজার মজার কমেন্টে লিখেছেন। পোস্টে এরম কমেন্টও এসেছে, ‘ আমি তো এখনো বাবা মায়ের মাঝখানে ঘুমোই। আমার বয়স ২২ বছর।’ এরকম আরো প্রতিক্রিয়া এসেছে এই পোস্টে।

Related Articles

Back to top button