ভ্রমণ প্রেমীদের জন্য দুর্দান্ত সুখবর, মাত্র ১০৫ টাকাতেই এখন পৌঁছে যাবেন দার্জিলিং! জানুন বিস্তারিত
ভ্রমণ প্রেমীদের জন্য দুর্দান্ত

অনেকের ভ্রমণ করতে ভালোবাসেন। কাজের ফাঁকে সময় পেলেই বেরিয়ে পড়েন ভ্রমণে। আর পর্যটনের অন্যতম জায়গা দার্জিলিং (Derjeeling)। অন্যদিকে শীতের মরশুম পরে গেছে। শীত মানেই একটু ভ্রমণ আর জমিয়ে খাওয়া দাওয়া। অনেকেই এই শীতে পাহাড়ে যেতে পছন্দ করেন। তাদের জন্য দার্জিলিং খুব ভালো একটা জায়গা। এবার এই দার্জিলিং যেতে পারবেন খুব কম খরচের। আজকের প্রতিবেদনে আপনাদের এ নিয়েই জানাবো। জেনে নিন কিভাবে কম অর্থ খরচ করে দার্জিলিং পৌঁছাবেন।
সড়কপথে দার্জিলিং যাওয়ার প্রধান পথ শিলিগুড়ি (Siliguri)। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব (Siliguri To Darjeeling Distance) ৭৭ কিলোমিটার। শিলিগুড়ি ভারতের সমস্ত বড় বড় শহরগুলির সঙ্গে সড়কপথ দ্বারা যুক্ত। এখান থেকে বাস বা ট্যাক্সি ধরে দার্জিলিং পৌঁছাতে হয়। শিলিগুড়ি শহরে তেনজিং নরগে বাসস্ট্যান্ড (Tenzing Norgay Bus Terminus) রয়েছে। এখান থেকেই বাস যায়। এছাড়া ছোট গাড়িতে সিট ভাগাভাগি করেও যাওয়া যায়।
তবে এবার কম খরচেই শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে পারবেন। হয়তো অনেকেই এই বিষয়টা জানেন না। আসলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দার্জিলিংগামী বাসের ভাড়া বেঁধে দিয়েছে। এবার থেকে দার্জিলিং যেতে ভাড়া লাগবে ১০৫ টাকা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) এই পদক্ষেপে পর্যটকেরা খুবই খুশি হয়েছেন। তবে এই বিষয়টা নিয়ে ট্যাক্সি চালকরা একটু বিচলিত। সকাল ৬.৩০ নাগাদ শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার বাস ছাড়ে।
এখন যাত্রীদের কম খরচ করতে হচ্ছে। আগে যেখানে খরচ পড়তো ২৫০ টাকা। এখান থেকে দর্জিলিং যাওয়ায় অন্যতম মাধ্যম ট্যাক্সি। এর ভাড়া ২৫০ থেকে ৩০০ টাকা। কিন্তু বাসের ভাড়া কমে যাওয়ায়, মাথায় হাত পড়েছে ট্যাক্সি চালকদের। অন্যদিকে গাড়ি বুকিং করলে ২৫০০ টাকা মতো খরচ পরে। গাড়ি শেয়ার করে গেলে ২০০ টাকা মাথাপিছু খরচ পরে। তবে এবার থেকে খরচ হবে শুধু ১৫০ টাকা।