১ কোটি জরিমানা আদায়! রেকর্ড গড়ল সাঁতরাগাছির বাঙালি টিটি পিকে দাস

রেকর্ড গড়ল সাঁতরাগাছির বাঙালি টিটি পিকে দাস

ট্রেনে টিকিট (Train Ticket) কাটা, সব নাগরিকরা এই নিয়ম ফলো করেন না। অনেক সময় টিটির হাতে ধরা পড়লেও অনেক ক্ষেত্রে ধরা পড়ে না। তবে আজকের প্রতিবেদনে এমনই এক ব্যক্তির কথা বলব, তাঁর হাতে যদি একবার ধরা পড়েন, তাহলে আপনাকে ভালো মতোই জরিমানা দিতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Train

তিনি হলেন টিটি পি কে দাস (P.K Das) । তাঁর নামে এমনও রেকর্ড রয়েছে , ২০২৩ সালে ২৬ শে মার্চ কোটি টাকার জরিমানা আদায় করেছেন। তিনি বর্তমানে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর ডিভিশন সাঁতরাগাছি স্টেশনে কর্মরত রয়েছেন। তিনি ২৬ শে মার্চ পর্যন্ত বিনা টিকিট নিয়ে যারা যাত্রা করেছেন , তাদের কাছ থেকে ১ কোটি টাকা পর্যন্ত আয় করেছেন।

তাঁর সহকর্মীরা তাঁর ব্যাপারে জানিয়েছে, তিনি মধ্য বয়সে পৌঁছালেও তিনি কাজে সেভাবে ছুটি নেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি কাজে পৌঁছে যান। ঘড়ির কাঁটা এক মিনিটও তিনি দেরি করেন না। প্রথমে তিনি শান্ত নরম গলাতে টিকিট দেখতে চান। এবার কারোর কাছে টিকিট যদি না থাকে তিনি শক্ত হাতে জরিমানা আদায় করেন।

PK Das

তাঁর কাজের জন্য খড়গপুর ডিভিসনের ডিসিএম রাকেশ কুমার ধন্যবাদ জানিয়েছে। রাকেশ কুমার (Rakesh Kumar) সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ‘ পিকে দাস বছরের ৩০৪ দিন কাজ করে ১১ হাজার ৮১৬ জন যাত্রীদের কাছ থেকে ১ কোটি টাকা 22 হাজার ২৭০ টাকা জরিমানা আদায় করে দক্ষিণ পূর্ব রেলের খাতায় জমা দিয়েছেন। আগের বছরের তুলনায় চলতি বছরে আয় হয়েছে ৪২১ শতাংশ।