ছবিতে মায়ের সঙ্গে দেখতে পাওয়া এই শিশুটি বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা, সম্পর্ক রয়েছে ভাট পরিবারের সঙ্গে

বলিউড তারকাদের বিষয়ে জানার আগ্রহ সর্বদাই তাঁদের ফ্যানদের মধ্যে লক্ষ্য করা যায়। প্রিয় তারকা ছোটবেলায় কেমন ছিলেন, কেমন কেটেছিল তাঁর শৈশব এসব জানতেও আগ্রহী হন ভক্তরা। আর এসবের মধ্যে যদি কোন সেলেব তারকার ছোটবেলার কোন ছবি ভাইরাল (viral photo) হয়ে যায়, তাহলে তা নিয়ে কৌতূহল বাড়তে থাকে নেটিজনদের মধ্যে।

সম্প্রতি দিনে নেটদুনিয়ায় শেয়ার হওয়া একটি ছবি দেখে ব্যস্ত হয়ে পড়েছে নেটদুনিয়ার বাসিন্দারা। তাঁদের মূল লক্ষ্য হয়ে উঠেছে, ছবিতে থাকা বাচ্চাটি বাস্তবে কোন অভিনেতা কিংবা অভিনেত্রী হয়েছেন, তা জানার জন্য।

প্রথমেই দেখে নিন ভাইরাল হওয়া ছবিটা-

img 20230317 185854

ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে একই ফ্রেমে বসে রয়েছে একটি ছোট্ট শিশু পুত্র। যার পড়নে রয়েছে একটি সাদা রঙের শার্ট এবং কালো রঙের হাফ কোট। ছবিতে বাচ্চা ছেলেটিকে বেশ হাসি মুখেই দেখা গিয়েছে। আর এই ছবিটি দেখেই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, ছবিতে থাকা এই বাচ্চা ছেলেটি বাস্তবের কোন সুপারস্টার।

জানিয়ে রাখি, ছবিতে থাকা এই বাচ্চাটি বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় একজন অভিনেতা। তিনি আবার বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মহেশ ভাটের বোনপো এবং ওই মহিলাটি হলেন মহেশ ভাটের বোন। যার কারণে সম্পর্কে এই শিশুটি আলিয়া ভাটের পিসতুতো দাদা হচ্ছেন। এখানেই শেষ নয়, একাধিক সাহসী এবং চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্য এই শিশুটিকে বর্তমানে ‘সিরিয়াল কিসার’ আখ্যা দেওয়া হয়েছে।

img 20230317 185742

আশা করি, এবার সকলেই বুঝতে পেরেছেন ছবিতে থাকা শিশুটি বাস্তবে কোন অভিনেতা। তাও যদি না বুঝতে পারেন, তাহলে জানিয়ে দিচ্ছি, ছবিতে থাকা এই শিশুটি হলেন বলি অভিনেতা ইমরান হাশমি (Emraan Hashmi)। ইমরান হাশমি যখন তাঁর বলিউড ক্যারিয়ার শুরু করেছিলেন, তখন তিনি তার সাহসী স্টাইল দিয়ে সবার মন জয় করেছিলেন। তিনি একাধিক চুম্বন দৃশ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য সৃষ্টি করেছেন।

কয়েক বছর আগে ইমরান জানিয়েছিলেন তাঁর ছেলে আয়ান ক্যান্সারে আক্রান্ত। ২০১৯ সালে, অভিনেতা এই দুঃখজনক খবরটি প্রকাশ করেছিলেন। একটা সময় যিনি বলিউডে রাজত্ব করেছিলেন এবং বলিউডের অন্যতম রোমান্টিক অভিনেতা ছিলেন, কিন্তু তাঁর শেষ কয়েকটি ছবির মতো এটিও দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। ছবিতে ইমরান হাশমির অভিনয় অনেক প্রশংসিত হলেও দর্শকরা খুশি হতে পারেননি। সম্প্রতি ‘সেলফি’ মুক্তি পেয়েছে, যাতে অক্ষয় কুমারও তাঁর সঙ্গে তাঁকে দেখা গিয়েছে।

Related Articles

Back to top button