বিমানবন্দরের ন্যায় গড়ে উঠবে এই ৩ টি বড় রেলস্টেশন, পুনর্নির্মাণে গোটা বিশ্বকে অবাক করবে এই ব্যবস্থা

ভারতের ৩ টি রেলস্টেশন পুননির্মাণ হচ্ছে, খরচ হবে প্রায় ১০,০০০ কোটি টাকা

ভারত সরকার দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক রেল স্টেশনের পরিকাঠামো উন্নতি করছে। কিছু বছর আগের ভারত ও বর্তমান ভারত আমূল পরিবর্তন। এবারে আবারও ৩ টি বড় রেল স্টেশনের পুনর্নির্মাণ করতে চলেছে ভারত সরকার যার পুরো ভোল বদলে যাবে। সম্প্রতি, আহমেদাবাদ, নয়া দিল্লি ও ছত্রপতি শিবাজী টার্মিনাস-মুম্বাই এই তিনটি ভারতীয় রেল (Indian Railways) স্টেশনের পুনরনির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়।

এই স্টেশনগুলির পুনর্নির্মাণের পর যাত্রীরা বিলাসবহুল সুবিধা পাবে ও বিমানবন্দর ন্যায় অনুভূতি হবে। রেলমন্ত্রক সূত্রে বলা হচ্ছে, পুনর্নির্মাণের জন্য আনুমানিক ১০ হাজার কোটি টাকা ব্যয় হবে। স্টেশনগুলির পুনর্নির্মাণের নকশা দেখলে তাক লেগে যাবে যেকারোরই। সমস্ত রকমের অত্যাধুনিক সুবিধা পাওয়া যাবে সেখানে। রেল মন্ত্রক সূত্র আরো জানানো হয়েছে, দেশে ১৯৯টি রেল স্টেশনের (Indian Railstation) পুনঃউন্নয়ন করা হবে। যার মধ্যে ৮৭ টি রেল স্টেশনের টেন্ডার পাস হয়ে গিয়েছে এবং ৩২ টি স্টেশন এর কাজ শুরু হয়ে গিয়েছে।

১. ছত্রপতি শিবাজী টার্মিনাস-মুম্বাই:-  Sibaji turniment railway station

এই রেল স্টেশনটি পুনঃনির্মাণের পর যাত্রীরা অত্যাধুনিক সুবিধা পাবে। যাত্রীদের জন্য সুস্বাদু ফুড কোর্ট থেকে শুরু করে বিলাসিতা ওয়েটিং রুম, বাচ্চাদের খেলার জায়গা আরও ইত্যাদি। আর স্টেশন থেকে আরও প্রদর্শনীয় করতে থাকবে পর্যাপ্ত পরিমাণে আলো, সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ঝাঁ-চকচকে।

২. নয়াদিল্লি  Newdehli railway stations

দিল্লি রেল স্টেশনে একটি বড় সমস্যা হলো গাড়ি পার্কিং করার। নতুন করে পুনর্নির্মানে এই সমস্যা এবার দূর হতে চলেছে। এই স্টেশনের উপর ভিত্তি করে মোটা অংকের টাকা খরচ করে বাস ও মেট্রোর মতো অন্যান্য পরিবহন মোডের সঙ্গে যুক্ত করা হবে। এর পাশাপাশি যাত্রীদের বিলাসবহুল সুবিধা থাকবে ও বিমানবন্দর ন্যায় গড়ে উঠবে স্টেশন।

৩. আহমেদাবাদ  Ahomedabad railway station

এই রেলস্টেশন সাধারণ মানুষের সুবিধার পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হবে প্রতিবন্ধী যাত্রীদের। তাদের সুবিধার বিষয়ে অতিরিক্ত সতর্কতা বজায় রেখে পুনর্নির্মাণ হচ্ছে রেলস্টেশনটি। এই স্টেশনের কাজ সম্পন্ন হল পুরো ভোলবদলে যাবে।