প্রিয়াঙ্কা থেকে ক্যাটরিনা, দক্ষিণী ছবিতে নিজেদের জাদু দেখাতে ব্যর্থ এই বলিউডের শীর্ষ অভিনেত্রীরা

বর্তমান সময়ে দক্ষিণী সিনেমাগুলি(South Indian Movie) বলিউড(Bollywood)-এর থেকে দারুন ভাবে জনপ্রিয় হচ্ছে। তার সাথে জনপ্রিয়তা পাচ্ছে দক্ষিণী তারকারা। বহু দক্ষিণী অভিনেত্রী বলিউডে তাঁদের ছাপ তৈরি করেছে । শ্রীদেবী(Sreedevi) থেকে শুরু করে সামান্থা (Samantha Prabhu) এমন অনেক অভিনেত্রী বলিউডে তাঁদের জায়গা তৈরি করে নিয়েছে। তবে এমন অনেক বলিউড অভিনেত্রীও রয়েছেন, যাঁরা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। কিন্তু সেই সব অভিনেত্রীদের বেশির ভাগ দক্ষিণী ছবি ফ্লপ হয়েছে, যার কারণে তাঁরা বলিউডে জনপ্রিয়তা অর্জন করলেও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সফল হতে পারেননি। জওপ্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে ক্যাটরিনা কাইফেরও নাম রয়েছে এই তালিকায়। আজ সেই সব বলিউড অভিনেত্রী এবং তাঁদের অভিনীত সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো নিয়ে কথা বলবো।

১) প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)

Priyanka Chopra

তামিল ছবি ‘থামিজান’ (Thamijhaan) দিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। তবে এই ছবির মাধ্যমে তিনি সে ভাবে সফলতা লাভ করতে পারেননি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। পরে তিনি বলিউডে বহু হিট ছবিতে কাজ করে সেরার তালিকায় আসেন। এরপর আবার তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখেন ‘জাঞ্জির'(Zanjeer) এবং ‘তুফান’ (Tufan) চলচ্চিত্রে কাজের মধ্যে দিয়ে। ‘জাঞ্জির’ ছবিটি মুক্তি পায় ২০১৩ সালে। ছবিটি ছিল একটি অ্যাকশন থ্রিলার ফিল্ম, যেখানে প্রিয়াঙ্কার বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দক্ষিণী ছবির সুপারস্টার রামচরণ (Ramcharan)। তবে এই ছবিটি বক্সঅফিসে দারুন ভাবে ফ্লপ হয়। সেকারণে হলিউড-বলিউড খ্যাত অভিনেত্রী দক্ষিণ সিনেমায় সাফল্য লাভ করতে পারেননি।

২) ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)

Katrina Kaif

২০০৪ সালে তেলেগু ইন্ডাস্ট্রিতে ‘মল্লিশ্বরী'(Mallishwari) নামক সিনেমা মুক্তি পেয়েছিল। এই ছবির মধ্যে দিয়েই ক্যাটরিনা কাইফ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেছিলেন। ছবিটি দারুন ভাবে সাফল্য না পেলেও প্রসংশিত হয়েছিল। এরপর তিনি ২০০৫ সালে আর একটি তেলেগু ছবি ‘আল্লারি পিদুগু'(Allari Pidugu)-তেও কাজ করেন। তারপর মালয়ালম সিনেমা ‘বলরাম বনাম থারাদাস'(Balram vs Tharadas)-এও অভিনয় করেন এই অভিনেত্রী। তা সত্বেও তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের ছাপ তৈরি করতে ব্যর্থ হয়েছেন।

৩) বিপাশা বসু (Bipasha Bashu)

Bipasha Basu

মহেশ বাবু(Mohesh Babu) অভিনীত ‘টাক্করি ডং'(Takkari Donga) ছবিটি ২০০২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ছবিতে দুটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন অন্য দুই বলিউড অভিনেত্রী লিসা রায়(Lisha Roy) এবং বিপাশা বসু(Bipasha Bashu)। ছবিতে বিগ স্টার (Big Star) থাকা সত্ত্বেও বক্সঅফিসে সাড়া ফেলতে পারেনি এবং দারুন ভাবে ফ্লপ হয়। এই ছবি ফ্লপের পর বিপাশা বসু দক্ষিণী ছবিতে কাজ করা বন্ধ করে দেন।

৪) টুইঙ্কেল খান্না(Twinkle Khanna)

Twinkle Khanna

বলিউডের এই অভিনেত্রীর মেলা(Mela) ও ইন্টারন্যাশনাল খিলাড়ি(International Khiladi) সিনেমা ছাড়া বাকি সব মুভিই ফ্লপ। বলিউডে জনপ্রিয় না পাওয়ার পর তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখেন দগ্গুবতী ভেঙ্কটেশ(Daggubati Venkatesh)-এর ‘সিনু'(Seenu) ছবি দিয়ে। ছবিটি বক্সঅফিসে হিট হয়েছিল। তবে অভিনেত্রীর নাম কোনো ভাবেই হয়নি। ফলত জনিপ্রিয়তা না পাওয়ায় তিনি দক্ষিণ ভারতীয় ছবিতে থেকে দূরে সরে আসেন।

৫) অমৃতা রাও (Amrita Rao)

২০০৭ সালে তেলেগু ইন্ডাস্ট্রিতে ‘অথিদি'(Athidi) ছবি মুক্তি পেয়েছিল। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন মহেশ বাবু। এই ছবিতে মহেশ বাবুর বিপরীত চরিত্রে অভিনয়ের মাধ্যমে এই অভিনেত্রীর দক্ষিণী সিনেমায় প্রবেশ। তবে বক্সঅফিসে ছবিটি ফ্লপ হওয়ার কারণে তিনি নিজেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নেন।

৬) মনীষা কৈরালা (Manisha Koirala)

Manisha Koirala

মহেশ ভাট(Mohesh Vaat) পরিচালিত ‘ক্রিমিনাল'(Criminal) ছবিতে প্রথম মনীষা কৈরালা দক্ষিণী অভিনেতাদের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন। এই ছবিতে দুটি গুরুত্বপূর্ণ মুখও চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুন (Nagarjuna) এবং রাম্যা কৃষ্ণান(Ramya Krishnan)। এই ছবির পর তিনি বেশ কিছু দক্ষিণী ছবিতে কাজ করেছিলেন। তবে বলিউডের মতো অধিক জনিপ্রিয়তা তিনি পাননি দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে।

৭) আয়েশা টাকিয়া (Ayesha Takiya)

Ayesha Takia

অভিনেত্রী আয়েশা টাকিয়া ‘রোবারি'(Robaree) ছবির মধ্যে দিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখেন। যে ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে দক্ষিণী সুপারস্টার নাগার্জুন(Nagarjuna) এবং সোনু সুদ(Sonu Sudh)-কে। তবে ছবিটি খুব ভালো সাফল্য লাভ করতে পারেনি। যে কারণে দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যান এই অভিনেত্রী।

৮) শমিতা শেঠি(Shamita Shetty)

Shamita Shetty

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি রাজাজিয়াম'(Rajajiyam) চলচ্চিত্র দিয়ে এই অভিনেত্রী তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তবে ছবিটি বক্সঅফিসে আশানুরূপ ফল করতে পারেনি। এরপর তাঁকে আর কোনো দক্ষিণী সিনেমাতে কাজ করতে দেখা যায়নি।