এক সময় অক্ষয় কুমারের সহ অভিনেত্রী হয়ে দিয়েছিলেন হিট সিনেমা উপহার, আজ বৌদ্ধ ভিক্ষুক হয়ে কাটাচ্ছেন জীবন

অক্ষয় কুমারের সহ অভিনেত্রী এখন এভাবে জীবন কাটান

অনেকেই চান খ‍্যাতি ও অর্থ উপার্জন করতে। যে কারণে অনেকেই ক্যারিয়ার হিসাবে মডেলিং (Modeling) ও অভিনয়কে (Acting) বেছে নেয়। অনেকেই লাইম লাইটে থাকতে পছন্দ করেন। এর মধ্যে অনেকে দারুন সাফল্য লাভ করেন, আবার অনেকে চিরতরে হারিয়ে যান। এমন উদাহরণ বলিউডে অনেক রয়েছে। যারা লাইম লাইট ছেড়ে বেছে নিয়েছেন ঈশ্বরের আরাধনা। আজকের প্রতিবেদনে এমন এক বলিউড অভিনেত্রী (Bollywood Actress) সম্পর্কে জানবেন, যিনি বলিউডে ক্যারিয়ার গড়তে না পেরে সন্ন্যাসিনী হয়ে গিয়েছেন। চলুন সেই অভিনেত্রী সম্পর্কে জেনে নিন।

Actress Barkha Madan

আজ জানবেন অভিনেত্রী বরখা মদন (Barkha Madan) সম্পর্কে, যিনি বলিউডে ব্যার্থ হয়ে সন্ন্যাস গ্রহন করেছেন। ১৯৯৪ সালে তিনি সৌন্দর্য প্রতিযোগিতায় রানার আপ হয়েছিলেন। এরপর তিনি মডেল (Model) হিসেবে ক্যারিয়ার শুরু করেন। মডেলিং করে বেশ জনপ্রিয়তাও পেয়েছিলেন অভিনেত্রী, তবে অভিনয়ে প্রবেশ তাঁর জীবনে কাল হয়। তিনি ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ (Khiladiyon Ka Khiladi) ছবি দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক করেন। এই ছবিতে প্রধান চরিত্রে ছিলেন অক্ষয় কুমার(Aksay Kumar), রেখা(Rekha) এবং রবীনা ট‍্যান্ডন(Raveena Tandon)। এই তিন তারকা সমস্ত লাইমলাইট নিয়ে নেওয়াও আড়ালেই থেকে যান বরখা। তিনি সেভাবে সাফল্য পাননি। ওই বছর তিনি আরেকটি ইন্দো ডাচ ছবিতে অভিনয় করেছিলেন। সেখানেও অভিনেত্রী ব্যার্থ হন।

পরিবর্তীতে তিনি রাম গোপাল ভার্মা(Ram Gopal Verma) পরিচালিত ছবি ‘ভূত’(Bhoot)-এ অভিনয় করেন। এই ছবির মধ্যে দিয়ে তিনি অল্প জনপ্রিয়তা পড়লেও, তা ক্ষনিকের ছিল। এরপর তিনি বাধ্য হয়ে টেলিভিশন জগতে কাজ করা শুরু করে। তবে এখানেও অভিনেত্রী সাফল্য অর্জন করতে ব্যর্থ হন। যে কারণে অভিনেত্রী অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েন। ফলে তিনজ অভিনয় ছেড়ে শেষমেষ একটি প্রযোজনা সংস্থা খোলেন। তবে এখানেও তিনি ব্যর্থ হন।

Bollywood Actress now look in

সফলতা যতটা একটা মানুষকে আনন্দ দেয়, ব্যর্থতা তার থেকেও দ্বিগুণ মানসিক যন্ত্রণা দিয়ে থাকে। বহুবার বহু ক্ষেত্রে ব্যর্থ হওয়ার ফলে অভিনেত্রী মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন। মানসিক শান্তি পেতে তিনি বিভিন্ন বৌদ্ধ মঠ গুলিতে ঘুরতে শুরু করেন। মঠগুলির পরিবেশ অভিনেত্রীকে অনেকটাই শান্তি দিয়েছিল। যে কারণে তিনি এই মতগুলিতে বেশি করে সময় কাটাতে শুরু করেন। পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্মে(Buddhist) দীক্ষিত হন এবং নিজের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন গ‍্যালটেন সামটেন। সম্পূর্ণরূপে বলিউড ছেড়ে তিনি বৌদ্ধ ভিক্ষুক হিসেবে জীবন যাপন করতে শুরু করেন। জনপ্রিয় এই মডেল এখন একজন বৌদ্ধ ভিক্ষুক যার মাথা মোড়ানো এবং পরনে রয়েছে বৌদ্ধ ভিক্ষুর পোশাক।

Bhuddist