জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে একটি বাঘ, সময় মাত্র ৭ সেকেন্ড! খুঁজে বের করুন, রইল চ্যালেঞ্জ

স্যোশাল মিডিয়ায় ভাইরাল ছবি (viral photo) কিংবা ভিডিওর সঙ্গে মাঝে মধ্যেই এমন কিছু ছবি ভাইরাল হয়ে যায়, যা দেখে বুঝে উঠতে বেশকিছুটা সময় লেগে যায় নেটিজনদের। অর্থাৎ এই সকল ছবিকে প্রথমবার দেখে কিছু মনে না হলেও, ভালো করে খুঁটিয়ে দেখার পর বুঝতে পারবেন ছবিটি মধ্যে লুকিয়ে রয়েছে কোন এক গোপন বিষয়। সাধারণত এই ধরনের ছবিকে অপটিক্যাল ইলিউশন বলা হয়ে থাকে।

এই ধরনের ছবি অবসর সময়ে বসে একটা ধাঁধার মত করেও দেখতে পারেন। আবার পরিবারের সকলের সঙ্গে বসে, খেলার ছলেও এই ধরনের ছবির মধ্যে থেকে উত্তর খুঁজে বের করতে পারেন। তবে সম্প্রতি দিনে এই ধরনের ছবি ব্যাপকহারে ভাইরাল হতে দেখা গিয়েছে নেটদুনিয়ায়।

এই মুহূর্তে যে ছবিটি বেশি পরিমাণে ভাইরাল হয়েছে, একবার দেখে নিন সেই ছবিটা।

img 20230314 133646

এই ছবিতে দেখা যাচ্ছে একটা জঙ্গলের চিত্র। যেখানে ঘন জঙ্গলের মধ্যে কিছু সবুজ গাছপালা দেখা যাচ্ছে। আবার জঙ্গলের মাঝে একটি রাস্তাও রয়েছে। তবে এবার প্রশ্ন হচ্ছে, এই ছবিতে থাকা জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি বাঘ। আরা মাত্র ৭ সেকেন্ডের মধ্যেই এই ছবিটি থেকে খুঁজে বের করতে হবে সেই বাঘটিকে।

ছবিটা ভালো করে দেখলেও প্রায় ৯০ শতাংশ মানুষ সময়ের মধ্যে এই ছবি থেকে বাঘটিকে খুঁজে বের করতে পারবেন না। তাই আসুন দেখে নেওয়া যাক, ছবিতে ঠিক কোন জায়গায় লুকিয়ে রয়েছে সেই বাঘ।

img 20230314 133702

ছবির একবারে বাম দিকে একটি গাছের গায়ে হেলান দিয়ে বসে রয়েছে একটি বাঘ। আর ছবিতে সেটি স্পষ্ট করে বোঝাও যাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে ছবিতে থাকা বাঘের ছবিটা।