BSNL, Jio। Airtel-কে পেছনে ফেলে নতুন অফার নিয়ে এল Vi, সামান্য রিচার্জেই বৈধতা থাকছে ৭৮ দিনের

গ্রাহকদের নিজেদের দিকে আকর্ষিত করার জন্য বিভিন্ন টেলিকম সংস্থাগুলো মাঝে মধ্যেই নানারকম অফারের ডালি সাজিয়ে নিয়ে আসে। যার মধ্যে প্রথম সারিতেই থাকে BSNL, Jio। Airtel, Vi। তবে এবার গ্রাহকদের জন্য এক বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে Vi, যা গ্রাহকদের কাছে উপযোগী হবে।

Vodafone-Idea তার ব্যবহারকারীদের আকৃষ্ট করতে দুটি নতুন প্ল্যান চালু করেছে। ২৮৯ টাকা এবং ৪২৯ টাকার এই দুটো Vodafone-Idea-এর এই দুটি নতুন প্ল্যানই Vi Store এবং অনুমোদিত Vi খুচরা আউটলেট থেকে রিচার্জ করা যাবে। এই দুটি প্রিপেইড প্ল্যান Vodafone-এর Truly Unlimited ক্যাটাগরির অধীনে চালু করা হয়েছে। এতে ব্যবহারকারীরা অনেক সুবিধা পান।

img 20230317 185429

২৮৯ টাকার এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং-র পাশাপাশি যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধাও দেওয়া হয়েছে। এছাড়াও ৬০০ টি SMS এবং 4GB ডেটা দেওয়া হবে। এই প্ল্যানের বৈধতা থাকছে ৪৮ দিন। আপনি এই ৪৮ দিনের মধ্যে যে কোনও সময় 4 জিবি ডেটা ব্যয় করতে পারেন, এর জন্য কোনও FUP সীমা দেওয়া হয়নি।

৪২৯ টাকার এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা দেওয়া হচ্ছে। এর সাথে 6GB ডেটা এবং ১০০০ SMS এর সুবিধাও দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ৭৮ দিনের বৈধতাও দেওয়া হচ্ছে। এতেও ব্যবহারকারীদের জন্য কোনো FUP লিমিট দেওয়া হয়নি।

এয়ারটেল এবং রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য একই দামের প্ল্যান অফার করে। এমন পরিস্থিতিতে বাজারে কঠিন প্রতিদ্বন্দ্বিতা পাচ্ছে ভোডাফোন। Vi-এর ২৮৯ টাকার প্ল্যানের সাথে প্রতিযোগিতা করতে, Airtel এবং Jio ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যান চালু করেছে। এক নজরে দেখে নেওয়া যাক এই প্ল্যানগুলির সুবিধাগুলি৷

img 20230317 185339

Airtel এর ২৯৯ টাকার প্ল্যানে ১০০ টি SMS, দৈনিক 1.5GB ডেটা এবং সেইসঙ্গে ২৮ দিনের বৈধতা সহ আনলিমিটেড ভয়েস কলিংর সুবিধা পাবেন গ্রাহকরা। পাশাপাশি Fastag-এ তিন মাসের Apollo 24|7 সার্কেল মেম্বারশিপ এবং ১০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।

অন্যদিকে Jio-র ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানে রয়েছে দৈনিক 2GB ডেটা এবং ১০০ টি SMS। JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এ অ্যাক্সেসের সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও। এই অফারের বৈধতা থাকছে ২৮ দিন।