সময় মাত্র ১০ সেকেন্ড, ছবি দেখে বলতে হবে বিড়ালটি সিঁড়ি দিয়ে নামছে নাকি উঠছে?

মাঝে মধ্যেই স্যোশাল মিডিয়ায় নানা ধরনের এমন কিছু ছবি ভাইরাল (viral photo) হয়ে থাকে, যা দেখে চোখ ধাধিয়ে যায় সাধারণ মানুষের। এই ধরনের ছবিকে অপটিক্যাল ইলিউশন (optical illusion) ছবি বলা হয়ে থাকে। এই সকল ছবিতে এমন কিছু বিষয় লুকিয়ে থাকে, যা খুঁজে বের করতে গিয়ে মাথার চুল ছিঁড়তে হয় নেটিজনদের।
সম্প্রতি সময়ে স্যোশাল মিডিয়ায় এমনই একটি ছবি ব্যাপকহারে ভাইরাল হয়েছে, যা দেখে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছে নেটিজনরা। যেখানে বলা হয়েছ, ভাইরাল হওয়া ছবি দেখে বলতে হবে ছবিতে থাকা বিড়ালটি (cat) ঠিক কোন পরিস্থিতিতে রয়েছে। বিড়ালটি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে, নাকি সিঁড়ি দিয়ে নীচের দিকে নেমে যাচ্ছে?
প্রথমে একবার দেখে নিন সেই ভাইরাল হওয়া ছবিটি-
ছবিতে থাকা এই সাদা কালো রঙের গোলগাল বিড়ালটি কি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে? নাকি বিড়ালটি সিঁড়ি দিয়ে নীচের দিকে নেমে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রীতিমত হিমশিম খেয়েছে নেটিজনরা। জানিয়ে রাখি, ২০১৫ সালে 9GAG এর তরফ থেকে এই ছবিটি শেয়ার করা হয়েছিল। আর সময় দেওয়া হয়েছিল মাত্র ১০ সেকেন্ড।
যদি এই উত্তর খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি তীক্ষ্ণ মস্তিস্কের অধিকারী হিসাবে পরিচিত হবেন। তবে অনেকেই জানিয়েছেন বিড়ালটি উপরের দিকে না উঠে, নীচের দিকে নামছে। কারণ ছবিতে থাকা সিঁড়িটির ধার বেশ পুরু লক্ষ্য করা যাচ্ছে। যাতে করে নেটিজন জানিয়েছেন, বিড়ালটি নীচের দিকে নামছে।