TRP: স্লট বদলে আবারো ফিরল মিঠাইয়ের জাদু,শুরুতেই ২ নম্বরে নিম ফুলের মধু, জানুন কে ছিনিয়ে নিলো এক নম্বর স্থান..

গত কয়েক সপ্তাহ ধরে টিআরপির (trp) তালিকায় সেভাবে দেখা যাচ্ছিল না জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’কে (mithai)। সম্প্রতি টাইম স্লটে পরিবর্তন করে বিকেল ৬ টায় দেখানো হচ্ছে এই ধারাবাহিক (serial)। তবে সময় পরিবর্তন করে দিলেও, এখনও যে হারিয়ে যায়নি মিঠাই ম্যাজিক, তা বুঝয়ে দিল কলাকুশলীরা। চলতি সপ্তাহে ৬.৬ পেয়ে টিআরপি তালিকায় সাত নম্বরে উঠে এল এই ধারাবাহিক।

সেইসঙ্গে ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ স্থান করে নিয়েছে এক নম্বরে। সদ্য চালু হয়েই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। টিআরপির তালিকায় সেভাবে দেখা না গেলেও, এই সপ্তাহে দশম স্থানে জায়গা করে নিয়েছে ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’।

img 20221125 115915

দেখে নিন তালিকা-

প্রথমঃ জগদ্ধাত্রী – ৮.২

প্রথমঃ অনুরাগের ছোঁয়া – ৮.২

দ্বিতীয়ঃ নিম ফুলের মধু – ৭.৬

তৃতীয়ঃ আলতা ফড়িং – ৭.৩

চতুর্থঃ ধুলোকণা – ৭.০

পঞ্চমঃ এক্কা দোক্কা- ৬.৯

পঞ্চমঃ গৌরী এলো – ৬.৯

img 20221125 115936

ষষ্ঠঃ সাহেবের চিঠি – ৬.৮

ষষ্ঠঃ গাঁটছড়া – ৬.৮

ষষ্ঠঃ খেলনা বাড়ি – ৬.৮

ষষ্ঠঃ গৌরী এলো – ৬.৮

সপ্তমঃ মাধবীলতা – ৬.৬

img 20221125 115859

সপ্তমঃ মিঠাই – ৬.৬

অষ্টমঃ লক্ষ্মী কাকিমা সুপারস্টার -৬.৩

নবমঃ নবাব নন্দিনী -৬.০

দশমঃ হরগৌরী পাইস হোটেল -৫.৪

অর্থাৎ তালিকায় দেখা যাচ্ছে, কিছুটা পিছিয়ে গিয়ে তালিকার চতুর্থ স্থানে এসে দাঁড়িয়েছে স্টার জলসার ধারাবাহিক ধুলোকণা। সেইসঙ্গে মাধবীলতার সঙ্গে সপ্তম স্থান শেয়ার করে নিয়েছে ধারাবাহিক ‘মিঠাই’। অন্যদিকে বেশকিছু সপ্তাহ টিআরপি তালিকার প্রথমে থাকলেও, এই সপ্তাহে অষ্টম স্থানে এসে দাঁড়িয়েছে জি বাংলার ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’।

Related Articles

Back to top button