সিম, WiFi-র দিন শেষ! গোটা ভারতে স্যাটেলাইট ইন্টারনেট দিতে চলেছে সরকার

দেশে স্যাটেলাইট (satellite) যোগাযোগ সেবার প্রস্তুতি পুরোদমে চলছে। শীঘ্রই এই কাজ শুরু হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবিষয়ে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন, আগামী সাত-আট মাসের মধ্যে স্যাটেলাইট যোগাযোগ পরিষেবা শুরু হতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা হবে বড় শহরের মতো প্রত্যন্ত গ্রামেও মানসম্পন্ন ডিজিটাল পরিষেবা দেওয়া যাবে। যার ফলে শুধুমাত্র টেলিকম কোম্পানিগুলোর উপর মানুষকে আর নির্ভর করে থাকতে হবে না।

এই ব্যবস্থা একবার শুরু হয়ে গেলে, স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ফোনে ইন্টারনেট (internet) সুবিধা পাওয়া যাবে। সেইসঙ্গে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামকেও সফল করতে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস চালু হলে ব্যবসার বিশাল সুযোগও খুলে যাবে।

img 20230128 215131

EY-এর রিপোর্ট অনুসারে, ২০২৫ সাল ভারতে (india) স্যাটেলাইট যোগাযোগ পরিষেবার ব্যবসা ১৩ বিলিয়ন ডলার পর্যন্ত হবে বলে অনুমান করা হয়েছে। সেজন্য ইলন মাস্কের কোম্পানি স্টারলিংকও স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিসের জন্য আবেদন করেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাঁচটি টেলিকম কোম্পানিকে টেলিকম সেবার লাইসেন্স দেওয়া হয়েছে।

ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, স্যাটেলাইট যোগাযোগ পরিষেবা USD 1 ট্রিলিয়ন ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করবে। 2025-26 সাল নাগাদ, 1.2 বিলিয়ন ভারতীয় তাদের হ্যান্ডসেট থেকে সরাসরি ইন্টারনেটে সংযোগ করতে সক্ষম হবে। নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, নাগাল্যান্ডের একটি জেলায় এমনকি সেখানকার কালেক্টরের কাছেও ইন্টারনেট সুবিধা নেই। স্যাটেলাইট যোগাযোগ পরিষেবা এই ধরনের জায়গাগুলির জন্য একটি বর হতে পারে।

img 20230128 215118

VSAT স্যাটেলাইট প্রযুক্তির প্রচারের জন্য যোগাযোগ মন্ত্রক বেশ কিছু পরিবর্তন করেছে। ভি-স্যাট স্যাটেলাইট প্রযুক্তি খনি থেকে সমুদ্র, এটিএম, হাসপাতাল, ব্যাঙ্ক পর্যন্ত অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে। V-SAT এর একটি বৃত্তাকার অ্যান্টেনা রয়েছে, তাই এটি ডেটা গ্রহণ এবং প্রকাশ করতে কাজ করে। সরকারের নতুন নিয়ম অনুযায়ী এখন এই অ্যান্টেনা যেকোনো জায়গায় নেওয়া যাবে। আগে শুধু নির্দিষ্ট জায়গায় রাখতে হতো। অ্যান্টেনার সার্টিফিকেশন প্রক্রিয়াও সহজ করা হয়েছে।