কেউ উত্তর প্রদেশ তো কেউ বিহার! টেলিভিশন জগতের এই ৯ অভিনেত্রী যারা ভিন্ন রাজ্য থেকে এসে মুম্বাইয়ে করেছেন অধিপত্য বিস্তার

ভিন্ন রাজ্য থেকে মুম্বাইয়ে এসে নিজেদের আলাদা পরিচয় তৈরী করেছে, সন্ধ্যার বিনোদনের এরা জনপ্রিয় অভিনেত্রী

মুম্বাই হল দেশের স্বপ্নের শহর। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে নিজেদের পরিচয় তৈরি করে। মুম্বাইয়ে টিভি ও ফিল্ম ইন্ডাস্ট্রিও সেই সব লোকেদের আধিপত্য বিস্তারের সুযোগ করে দেয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে আজকের দিনে তারকা তৈরী হয়েছেন। টিভি অভিনেত্রীদের (TV Actresses) মধ্যে এমন অনেক রয়েছে যারা উত্তরপ্রদেশ (UP) ও বিহার (Bihar) থেকে এসে নিজেদের পরিচয় তৈরি করেছে। আসুন জেনে নিই এইসব বলিউড তারকাদের (Bollywood Actresses) আসল পরিচয়!

১. শ্বেতা তিওয়ারি  Sweta tewyari সন্ধ্যার বিনোদনের জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্বেতা তিওয়ার। এই অভিনেত্রী উত্তরপ্রদেশের (UP Actress) বাসিন্দা। শীঘ্রই ‘অপরাজিতা’ শোতে দেখা যাবে তাকে। তার এই শো টিভির জি-টিভিতে প্রচারিত হবে।

২. পবিত্র পুনিয়া    Pabitra puniya‘ইয়ে হে মহব্বতে’ থেকে খ্যাতি অর্জন করা পবিত্র পুনিয়া উত্তরপ্রদেশের বাসিন্দা। এই টিভি অভিনেত্রী ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেছিলেন। অভিনেত্রীকে ‘বিগ বস 14’ ও আরও অন্যান্য ছবিতে দেখা গিয়েছে।

৩. বিদিশা শ্রীবাস্তব    Bidisha srivastav সন্ধ্যার বিনোদনের জনপ্রিয় অভিনেত্রী হলেন বিদিশা শ্রীবাস্ত। এই অভিনেত্রীয় ইউপির বাসিন্দ। ‘ভাবি জি ঘর পার হে’, ‘ইয়ে হ্যায় মহব্বতে’ -এর মত শোতে কাজ করেছেন।

৪. শ্রীতি ঝা  Swriti jhaসন্ধ্যার বিনোদনের আরেক জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীতি ঝা, যিনি বিহারের (Bihar Actress) বাসিন্দ। এই অভিনেত্রী ‘কুমকুম ভাগ্য’ সিরিয়ালিটির মধ্যে খ্যাতি অর্জন করেছে। কিছুদিন আগে এই অভিনেত্রীকে ‘খতরন কে খিলাড়ি’ ছবিতেও দেখা গেছে।

৫. নয়না সিং  Nayna sing ইউপির টিভি অভিনেত্রী হলেন নয়না সিং। তিনি ‘রোডিজ’ শো-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এরপর এই অভিনেত্রীকে ‘কুমকুম ভাগ্যেও’ দেখা গিয়েছিল।

৬. কৃতিকা সেঙ্গার  Kritika senghar অভিনেত্রী কৃতিকা সেঙ্গার হলেন উত্তর প্রদেশের বাসিন্দা। এই অভিনেত্রী টিভি জগতে পা রাখেন ‘কসৌটি জিন্দেগি কি’ সিরিয়ালের মধ্য দিয়ে। এরপর ‘ঝাঁসি কি রানী লক্ষ্মীবাঈ’ শো-তে কাজ করে বেশ নাম কুড়িয়েছেন।

৭. রতন রাজপুত  Ratan rajputটিভি অভিনেত্রী রতন রাজপুত হলেন বিহারের বাসিন্দা। যিনি ‘আগলে জনম মোহে বিটিয়া হি কিজো’ থেকে ‘বিগ বস’ পর্যন্ত শো-তে কাজ করেছেন। যদি এখন এই অভিনেত্রীর অভিনয় জগত থেকে দূরে রয়েছেন।

৮. রতি পান্ডে  Rati pandeyসন্ধ্যার বিনোদনের আরেক জনপ্রিয় অভিনেত্রী হলেন রতি পান্ডে। এই অভিনেত্রী বিহারের বাসিন্দ। তিনি ‘মিলে যাব হাম তুম’ শো-তে নিজের অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছেন।

৯. রিচা সোনি  Richa sonyটিভি অভিনেত্রী রিচা সোনি হলেন বিহারের বাসিন্দা। এই অভিনেত্রী ‘আফসার বিতিয়া’ শো-তে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন। যদিও এই অভিনেত্রী এখন টিভি সিরিয়াল থেকে দূরে রয়েছেন।