একসময় বাবা চালাতেন স্কুলের ক্যান্টিন, আজ ছেলে বলিউডের নামকরা সুপারস্টার

যে কোন শিশুর (Child) তার প্রথম শিক্ষ্ক বাবা মা হওয়া উচিত। ছোটবেলা (Childhood) থেকে সঠিক শিক্ষা পেলে সেই সন্তান খুবই ভালো মানুষ হয়ে থাকে। বেশির ভাগ বাবা মাই ছোট বয়স থেকে সঠিক শিক্ষা দিতে শুরু করে। অধিকাংশ মানুষই তাদের পিতা মাতাকেই আদর্শ বলে বিবেচনা করে থাকেন। তাদের পিতা মাতার পথ অনুসরণ করে থাকে। আজকের প্রতিবেদনে এমনই একজন তারকার কথা বলবো, যিনি তাঁর বাবাকে তার আদর্শ বলে মনে করতেন। তিনি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান(Saharukh Khan), যিনি তাঁর বাবাকে আদর্শ(Idol) মনে করতেন। এই প্রতিবেদনে আপনাদের পিতা-পুত্রের সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো।

Sharukh Khan father

শাহরুখ খানের বাবা হলেন মীর তাজ মোহাম্মদ খান(Meer Taj Mohammed Khan), যিনি স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। তিনি দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা(National School Of Drama)-তে মেস চালানোর দায়িত্ব নেন, যেখানে তিনি তাঁর ছোট্ট ছেলে শাহরুখকে সঙ্গে নিয়ে যেতেন। এখান থেকেই শাহরুখ খান অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেন। এই ড্রামা স্কুলে তিনি ‘সুরজ কা সপ্তম ঘোড়া’(Suraj Ki Saptam Ghoda) নাটক দেখেছিলেন এবং এখানেই তাঁর সাথে পরিচয় ঘটেছিল রাজ বাব্বর(Raj Bubber), সুরেখা সিক্রি(Surekha Sikri), অজিত ভাছানির(Ajit Vachani) মতো অনেক বড় তারকাদের সাথে। এনাদের থেকেই তিনি অভিনয় সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিলেন। এরপর থেকেই শাহরুখ খান মনে মনে সংকল্প করেন যে, তিনি অভিনয়কেই ক্যারিয়ার বানাবেন। কিন্তু বাবাকে একথা বলার সাহস তাঁর ছিল না। তবে বাবা জানতেন তাঁর ছেলে নায়ক হতে চায়। একদিন তাঁর বাবা তাঁকে প্রশ্ন করেন ‘তুমি জীবনে কি করতে চাও’। এর উত্তরে শাহরুখ খান জানান ‘কিছু না'(Nothing). ছেলের এই উত্তর শুনে বাবা তাকে বলেন “যে ব্যক্তি কিছুই করে না, সে বিস্ময় কিছু করে”।

তিনি ব্যারি জন (Barry Jhon), সাঈদ মির্জার(Sahid Mirja) মতো অনেক বড় মাপের অভিনেতা দের থেকে অভিনয় শিক্ষা গ্রহণ করেছেন। ‘দিল দারিয়া’ (Dill Dariya) টিভি সিরিয়ালে(Serial) অভিনয়ের মধ্যে দিয়ে তিনি অভিনয় জগতে ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘দিওয়ানা'(Deewana) ছবির মধ্যে দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন, যেটি মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে। ওই বছরই হেমা মালিনী(Hema Malini) পরিচালিত ছবি ‘দিল আশনা হ্যায়’(Dill Ashana Hai)-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।

Sharukh Khan

মাত্র ১৫ বছর বয়সে শাহরুখ খানের বাবা মারা যান। বাবা-মায়ের মৃত্যুর পর তিনি দিল্লি(Delhi) ছেড়ে দিয়ে মাত্র একশ টাকা নিয়ে মুম্বাই(Mumbai) শহরে চলে এসেছিলেন। মুম্বাই থেকেই তিনি স্বপ্ন পূরণের পথে নেমেছিলেন। মুম্বাই আসার পর তিনি বান্দ্রা স্টেশনের(Brandra Station) কাছাকাছি একটি হোটেলে থাকতেন। যেদিন প্রথম মুম্বাই শহরে আসেন তার কাছে মাত্র ১০০ টাকা ছিল এবং আজ তিনি কোটি টাকার সম্পত্তির মালিক। যে স্বপ্নটি তিনি দেখেছিলেন, সেটি তিনি পূরণও করতে পেরেছেন। তবে এই সাফল্য (Success) অর্জন করা তাঁর পক্ষে খুব সহজ ছিল না। তাঁর জন্য তাঁকে অনেক কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে আজ তিনি বলিউডের সফল এক অভিনেতা, যাঁর নিজস্ব একটি পরিচিতি বলয় রয়েছে। সমগ্র বিশ্ববাসীর কাছে আজ তিনি পরিচিত একজন।