অরিজিৎকে নিয়ে চমক দেওয়ার মত মন্তব্য করলেন শাহরুখ খান! শুনে উৎফুল্ল নেটিজনরা

বেশ কয়েকবছর ধরে দেখা যাচ্ছে বলিউড কিং খান শাহরুখ খানের (shah rukh khan) চলচ্চিত্র মুক্তি পেলে, সেখানে থাকবেই বাংলার গায়ক অরিজিৎ সিং (arijit singh)-র গান। এককথায় সম্প্রতি দিনে শাহরুখ আর অরিজিৎ যেন যুগলবন্দী করছেন। যার ফলে গান যেমন একদিকে হিট হচ্ছে, তেমন শাহরুখের চলচ্চিত্রও সুপারহিট হচ্ছে।
এর ব্যতিক্রম দেখা যায়নি ‘পাঠান’এও। কিছুদিন আগেই মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের চলচ্চিত্র ‘পাঠান’এর টাইটেল ট্রাক অরিজিৎ সিং-র গলাতেই শোনা গিয়েছিল। আর সেই গান দর্শকদের মধ্যে কতোটা প্রভাব ফেলেছিল, তা বলার অপেক্ষা রাখে না। আর এবারেও ঘটতে চলেছে এরকমই একটা ঘটনা।
আগামী ৭ ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে কিং খান শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র ‘জওয়ান’। আর সেই চলচ্চিত্র মুক্তি পাওয়ার আগে ট্যুইটারে ‘#AskSrk’ শুরু করেন বাদশা খান। সেখানে এই চলচ্চিত্রের বিষয়ে শাহরুখ খানকে যাই প্রশ্ন করা হয়েছিল, তিনি তাঁর উত্তর দিয়েছিলন। সেইসব প্রশ্নের মধ্যে একদিকে চলচ্চিত্র নিয়ে যেমন প্রশ্ন ছিল, তেমনই গায়ক অরিজিৎ সিং-কে নিয়েও প্রশ্ন দেখা গিয়েছিল।
Absolutely Arijit always!! #Jawan https://t.co/TfEU30oPwp
— Shah Rukh Khan (@iamsrk) May 6, 2023
এক নেটিজন প্রশ্ন করেছিলেন, ‘স্যার, আপনার চলচ্চিত্রে অরিজিৎ সিং-র গান না থাকলে, তা অসম্পূর্ণ বলে মনে হয়। এবারেও থাকছে তো?’ উত্তরে কিং খান জানিয়েছিলেন, ‘হ্যাঁ একদমই, অরিজিতের গান এই চলচ্চিত্রে থাকছে’।
Bhai itne mein toh OTT ka subscription nahi milta tujhe poori picture chahiye!! #Jawan https://t.co/KX6pWu8j1V
— Shah Rukh Khan (@iamsrk) May 6, 2023
আবার এক ট্যুইটার ব্যবহারকারী লেখেন, ‘একশো কিংবা দুশো টাকা বেশি নিয়ে কালকেই ”জওয়ান” রিলিজ করে দিন’। উত্তরে কিছুটা মজার ছলেই শাহরুখ খান লেখেন, ‘ভাই এই টাকায় তো ওটিটির সাবস্ক্রিপশনও পাওয়া যায় না। আর তুমি গোটা চলচ্চিত্রটাই দেখতে চাইছ’।