মিঠাইয়ের TRP এর ধারেকাছে নেই কেউ, বেরিয়ে এল ধারাবাহিকগুলির স্কোর

গতকাল ধারাবাহিকগুলোর টিআরপির রেট বের হলো। তবে প্রতি সপ্তাহের মতোই স্কোর পরিবর্তন হয়েছে বিভিন্ন ধারাবাহিকের। রেটিং চার্টটি প্রমাণ করে দিচ্ছে, ধারাবাহিকগুলো একে অপরের থেকে জোর কদমে টক্কর দিচ্ছে। ৫০ তম সপ্তাহের টিআরপি তালিকার লিস্ট বের হলো।

এ সপ্তাহে শীর্ষস্থানে রয়েছে অন্যান্য সপ্তাহের মতো জি বাংলার ‘মিঠাই’। এরপরে রয়েছে জি বাংলার আরো একটি ধারাবাহিক ‘যমুনা ঢাকি’। এরপরে জি বাংলায় ‘উমা’ এবং স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’। চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ‘অপরাজিতা অপু’ ধারাবাহিক।

পঞ্চমে আছে ‘সর্বজয়া’। ষষ্ঠএ রয়েছে ‘মন ফাগুন’। সপ্তমে রয়েছে ‘খেলাঘর’। অষ্টমে রয়েছে ‘আয় তবে সহচরী’। নবমে রয়েছে ‘ধূলোকণা’ এবং দশম রয়েছে ‘গঙ্গারাম’। তবে স্কোরের ভিত্তিতে পিছিয়ে পড়েছে যে ধারাবাহিকগুলো- ‘ধূলোকণা’, ‘করুনাময়ী রাণী রাসমণি’, ‘বরণ’, ‘কৃষ্ণকলি’, ‘করি খেলা’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘খরকুটো’ এবং ‘মহাপীঠ তারাপীঠ’।

আসুন TRP স্কোরগুলো দেখে নিন;
১. মিঠাই – প্রথম স্থানে – ১১.২
২. যমুনা ঢাকি – দ্বিতীয় স্থানে – ৯.৯
৩. উমা এবং খুকুমণি হোম ডেলিভারি – তৃতীয় – ৯.৩
৪. অপরাজিতা অপু – চতুর্থ স্থানে – ৮.১
৫. সর্বজয়া – পঞ্চম – ৭.৯
৬. মন ফাগুন – ষষ্ঠ স্থানে – ৭.৮
৭. খেলাঘর – সপ্তম স্থানে – ৭.৩
৮. আয় তবে সহচরী – অষ্টম – ৭.২
৯. ধূলোকণা – নবম – ৭.১
১০. গঙ্গারাম – দশম – ৬.৮