অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া প্রতি ১৫ হাজার টাকা স্কলারশিপ দেবে SBI, রইল আবেদনের পদ্ধতি

স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য SBI-এর তরফ থেকে ১৫ হাজারের স্কলারশিপ। যোগ্য আবেদনকারী ও আবেদনের শেষ তারিখ দেখুন

ছাত্র-ছাত্রীদের সাহায্যার্থে বিভিন্ন সরকারি স্কলারশিপ দেশে প্রচলন আছে। এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠন দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু আজ আমরা এমন এক স্কলারশিপের (Scholarship) কথা বলতে যাচ্ছি যেটা হয়তো অনেকেই জানেন না। হ্যাঁ দেশের অন্যতম ব্যাঙ্ক ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ (SBI) দুঃস্থ ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ (Students Scholarship) দিয়ে থাকে তাঁদের সাহায্যার্থে।

Students scholarship

আমাদের কাছে সরকারি ও বেসরকারি বিভিন্ন স্কলারশিপের কথা জানা থাকলেও অনেকেই SBI-এর স্কলারশিপের ( SBI Scholarship) কথা জানিনা। SBI-এর এই স্কলারশিপটির নাম হল ‘আশা’। এই স্কলারশিপ চালু করার মূল উদ্দেশ্য হলো কোন ছাত্র-ছাত্রী যাতে টাকার অভাবে পড়ার ত্রুটি না পরে।

 

আশা বৃত্তির নিয়মাবলী:-

• অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে ছাত্র-ছাত্রীরা।

• আবেদনকারীদের শেষ পরীক্ষায় স্টার মার্কস অর্থাৎ ৭৫% নম্বর থাকতে হবে।

• আবেদনকারী ছাত্র-ছাত্রীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষের নিচে হতে হবে।

• আবেদনকারীরা এই অনলাইন ওয়েবসাইটে আবেদন করতে পারবেন https://www.buddy4study.com অথবা sbi-asha-scholarship

SBI students scholarship

কি কি ডকুমেন্টস লাগবে:-

• আবেদনকারীর শেষ পরীক্ষার মার্কশিট।

• নতুন ক্লাসে ভর্তি হওয়ার রশিদ কপি।

• পরিবারের ইনকাম সার্টিফিকেট।

• আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো।

• এবং আধার কার্ড।

 

আবেদনের শেষ তারিখ:-

যে সকল যোগ্য ছাত্র-ছাত্রীরা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। বলে দি, কারণ এর জন্য কোন অফলাইন মোড খোলা নাই। আবেদনের শেষ তারিখ ১৫ ই অক্টোবর ২০২২।