যে East India Company করেছিল ভারতীয়দের উপর শাসন, সেই কোম্পানিকে কিনে নিলো এই ভারতীয় ব্যাবসায়ী

ভারতবর্ষে (Indian) প্রায় ২০০ বছর ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি (East India Company) শাসন করেছে। লক্ষ লক্ষ ভারতীয়রা বছরের পর বছর ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন। ব্রিটিশদের অত্যাচার সহ্য করতে হয়েছিল দেশের মানুষকে। কিন্তু দেশের বিপ্লবীরা সেটা কিছুতেই মেনে নিতে পারেননি। তাই প্রথম ১৮৫৭ সালে দেশের বীর বিপ্লবীরা স্বাধীনতা সংগ্রামে ডাক দিয়েছিলেন।

East India Company

বহু বছর ধরে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি (East India company) শাসন করার পর আজ ভারতীয়র হাতেই সেই কোম্পানি এসেছে। এই কোম্পানির জন্য নিরীহ ভারতবাসীদের প্রাণও গিয়েছিল দেশ স্বাধীন হওয়ার আগে। তবে আজ সময়ের চাকা বদলে গিয়েছে। আজ এক ভারতীয় ব্যবসায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিনে নিয়েছেন। যা ব্রিটিশদের জন্য গভীর ক্ষত সৃষ্টি করেছে। ভারতীয় এই ব্যবসায়ীর নাম হলো সঞ্জীব মেহতা (Sanjib Mehta)।

২০০৩ সালে ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব মেহতা (Sanjib Mehta) জানতে পারেন, বিশ্ব শাসনকারী ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হচ্ছে। তখন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ঠিক করে ফেলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিনে নিয়ে ভারতে ফিরবেন। যা লক্ষ লক্ষ ভারতীয়দের কাছে একটি বিশেষ উপহার হতে চলেছ।

সঞ্জীব মেহতা (Sanjib Mehta) জানিয়েছেন, ‘ আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিসে মাত্র ২০ মিনিট ছিলাম। সেই ২০ মিনিটের মধ্যে প্রথম ১০ মিনিটের মধ্যেই জেনে যাই, সংস্থাটির আর্থিক অবস্থা খুব খারাপ হচ্ছে। তাই সংস্থাটি বিক্রি করার আশা করছিলেন। কথোপকথনের সময় আমি টেবিলে পড়ে থাকা ন্যাপকিন পেপারটা তুলে দামটা লিখে দিলাম। এই দাম দেখে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সঙ্গে ২১% শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। কোম্পানির বিশাল অংশ মাত্র ২০ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেল।’

সঞ্জীব মেহেতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিনেছিলেন ১৫ মিলিয়ন বিনিয়োগ করে, যা ভারতীয় মূল্যের ১,১১ কোটি টাকা। এর এক বছরের মধ্যে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবশিষ্ট শেয়ার কিনে নেন এবং তিনি কোম্পানিটি পুরো দখল করে নেন। তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নেওয়ার পরেও সঞ্জীব মহোতা বহু বছর এটি চালু করেননি। এরপর ভারতীয় ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) সঞ্জীবের ‘ দ্য ইস্ট ইন্ডিয়ান কোম্পানিতে ‘ তে বড় বিনিয়োগ করেন।

Sanjib Mehta

ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার বিলাস দ্রব্যের ব্যবসা করবে না। তার পরিবর্তে চা, চিনি, লবণ, মসলা এবং সিল্কের ব্যবসা করবে। ইতিমধ্যে লন্ডনে দুটি নতুন স্টোর খুলে গিয়েছে। শীঘ্রই ভারতে একটি দোকান খোলা হবে। সেখানে জামা কাপড় থেকে শুরু করে খাবারের আইটেম, ফার্নিচার, গৃহস্থালি জিনিসপত্র পাওয়া যাবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আবার ভারতে দেখা যাবে খুব আকর্ষণীয় ভাবে। তবে এবার কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক কোন ইংরেজ নয় একজন ভারতীয় হবেন।