প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অক্ষয় কুমার, সেই গানেই ভাইরাল হয়েছিল সলমন খান!

লাইমলাইটের দুনিয়ায় নিজেকে ধরে রাখতে গিয়ে অনেক তারকাই মাঝে মধ্যে নানারকম প্রস্তাবে সম্মত হয়ে থাকেন। আবার অনেক সময় এমনও দেখা যায়, নিজের ইমেজের কথা মাথায় রেখে অনেক তারকা কিছু অফার আবার প্রত্যাখ্যানও করে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রত্যাখ্যান করা সেই অফার পরবর্তীতে সুপারহিট হয়েছে। এই তালিকায় অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার (Akshay Kumar), প্রায় সকল তারকার নামই রয়েছে।
এবার জানাই অক্ষয় কুমারের এমনই এক অবস্থার কথা। হাতে আসা লক্ষ্মী পায়ে ঠেলে দিয়ে পরে আফসোস করেছেন এই অভিনেতা। তবে তাঁর ক্ষেত্রে গোটা চলচ্চিত্রের ক্ষেত্রে এমনটা না হলেও, একটি গানের ক্ষেত্রে এমনটা দেখা গিয়েছিল। অক্ষয় কুমারের ফিরিয়ে দেওয়া প্রস্তাব, সলমন খানের কাছে যেতেই সেই গান সুপারহিট হয়।
বলিউডের ভাইজান সলমন খানের (salman khan) একাধিক বিখ্যাত গানের মধ্যে একটি হল ‘ক্যারেক্টার ঢিলা’। গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে রীতিমত সাড়া ফেলে দিয়েছিল চারিদিকে। আজকের দিনেও এই গানের জনপ্রিয়তা তুঙ্গে। ২০১১ সালে ‘রেডি’ চলচ্চিত্রের এই গানে সলমন খানের সঙ্গে অভিনেত্রী জারিন খানকে দেখা গিয়েছিল।
শোনা যায়, এই গানের জন্য প্রথম প্রস্তাব গিয়েছিল বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমারের কাছে। ২০১০ সালে অক্ষয় কুমার এবং তৃষা কৃষ্ণান অভিনীত চলচ্চিত্র ‘খাটতা মিঠা’তে এই গানটি প্রথমে রাখা হয়েছিল। কিন্তু এই গানের জন্য যখনই অক্ষয় কুমারকে প্রস্তাব দেওয়া হয়, তখনই তিনি তা নাকচ করে দেন। আর তারপরই এই গানটি চলে যায় সলমন খানের আকছে। আর তারপর এই গানের ইতিহাস কম বেশি সকলেরই জানা।