আপনি কী জানেন বিমানে জন্ম নেওয়া শিশুর জন্মস্থান কোথায় হবে! কোন দেশের নাগরিকত্ব পাবে, না জানলে

আন্তর্জাতিক বিমান সফর করার নিয়ম মুতাবিক, একজন গর্ভবতী মহিলার গর্ভে সন্তানটির বয়স সাত মাসের যদি বেশি হয় তাহলে গর্ভবতী মহিলাটিকে বিমান ভ্রমণ করার অনুমতি দেওয়া হয় না। কিন্তু ব্যতিক্রমী ঘটনা হিসেবে এটাও শোনা যায় উড়ন্ত ফ্লাইটে কোনো মতে গর্ভবতী মহিলার ডেলিভারি হয়ে গিয়েছে।

কিন্তু একটা প্রশ্ন তখন চলে আসে, উড়ন্ত ফ্লাইটে কোন শিশু জন্মগ্রহণ করলে সেই শিশু নাগরিকত্ব কোন দেশের হবে? বিশ্বের বিভিন্ন দেশে উড়ন্ত বিমানে জন্ম নেওয়ার শিশুর নাগরিকত্ব নিয়ে সমস্যায় পড়তে দেখা যায় শিশুটির বাবা মাকে।

মার্কিন যুক্তরাষ্ট্র এর ক্ষেত্রে একটি নিয়ম আছে, কোন গর্ভবতী মহিলা যদি আমেরিকার আকাশে উড়ন্ত বিমানে ডেলিভারি করেন, তাহলে সেই শিশুকে আমেরিকার নাগরিকত্ব দেওয়া হবে। শিশুটির পিতা মাতাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জন্মের শংসাপত্র দেয়া হয়ে থাকবে। শসাংসাপত্রে এটাও স্পষ্ট করে লেখা থাকবে শিশুর জন্ম বিমানে হয়েছে।

তবে বিমানের সফল করার জন্য নবজাতকের বাবা যদি বিমানে থাকেন, তাহলে যে দেশ থেকে বিমানে অবতরণ করেছে সেই দেশে আবার ফিরে এসে, সেখানের কোন একটা হাসপাতাল থেকে শিশুটির জন্মের শংসাপত্র নিয়ে যান।

Related Articles

Back to top button