প্রত্যাখ্যান করেছিলেন শাহিদ কাপুর, সেই ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেই আজ সুপারস্টার এই অভিনেতা

কিছুদিন আগেই OTT-তে আত্মপ্রকাশ করেছেন বলি অভিনেতা শাহিদ কাপুর (Shahid Kapoor)। অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ ‘ফারজি’তে দুর্দান্ত অভিনয়ের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। এবার ‘জাব উই মেট’, ‘কামিনে’, ‘বিভা’, ‘হায়দার’, ‘আর… রাজকুমার’, ‘পদ্মাবত’ এবং ‘কবির সিং’র মত চলচ্চিত্রের পর তাঁকে ব্লাডি ড্যাডি এবং একটি রোমান্টিক কমেডি চলচিত্রে দেখা যাবে।
তবে এই অভিনয় কেরিয়ারে এমন কিছু চলচ্চিত্রের প্রস্তাব শাহিদ কাপুরের কাছে এসেছিল, যা কিছু কারণে সেগুলোকে নাকচ করেছিলেন তিনি। কিন্তু দেখা যায় পরবর্তীতে সেই সকল চলচ্চিত্রই ব্লকবাস্টার হিট হয়েছে।
এক সাক্ষাৎকারে এই বিষয়ে অভিনেতা শাহিদ কাপুরকে প্রশ্ন করা হলে তিনি জানান, চলচ্চিত্র ‘রং দে বাসন্তি’র জন্য আমার কাছে প্রস্তাব এসেছিল। আমার আগামী ৩ মাস সময় চাওয়া হয়েছিল এই চলচ্চিত্রের জন্য। স্ক্রিপ্টটি পছন্দ হলেও, সেই সময় আমি ২-৩ টি চলচ্চিত্রের জন্য প্রতিশ্রুতি বদ্ধ ছিলাম। সেই কারণে এই চলচ্চিত্রকে না করে দিই’।
এখানেই শেষ নয়, তিনি জানান, ‘এরপর জোয়া আখতার ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ নিয়ে এলেও, তা আমি করতে পারিনি। তবে এই চলচ্চিত্রগুলো হিট হওয়ার পর আমি তাঁদের অভিনন্দন জানিয়েছিলাম। যখন কোন চলচ্চিত্র আমার মন থেকে ভালোলাগে, তখন আমি সেগুলোকে অভিনন্দন জানাই’।
Shahid Kapoor regrets not doing rang de basanti and zindagi na milegi dobara
by u/ProfessionalLion2968 in BollyBlindsNGossip
এখানেই শেষ নয়, ‘জাব উই মেট’ চলচ্চিত্রের শ্যুটিং চলাকালীন শাহিদ কাপুরের কাছে রকস্টার চলচ্চিত্রের প্রস্তাবও এসেছিল। কিন্তু সেই সময় ইমতিয়াজ আলি তাঁকে আবার কাস্ট করতে চেয়েছিলেন এবং সেই কারণে এই চলচ্চিত্রকে না করে দিয়েছিলেন অভিনেতা। কিন্তু পরবর্তীতে রকস্টার চলচ্চিত্র ব্লকবাস্টার হিট করেছিল।