শ্যুটিং সেট থেকে রণবীর সিংকে বের করে দিয়েছিলেন রাবিনা ট্যান্ডন, নিজেই কারণ জানালেন অভিনেত্রী

খুদে রনবীর সিং কে বের করে দিতে হয়েছিল স্যুটিং- এর সেট থেকে। তবে রণবীরের সাথে কেন এমন ব্যাবহার করতে হয়েছিল তা নিজেই জানালেন রবিনা ট্যান্ডন। ৯০ এর দশকের জনপ্রিয় নায়িকা রাবিনা ট্যান্ডনকে সেই সময় বহু হিট ছবি করে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। তার বিখ্যাত ছবি গুলির তালিকায় রয়েছে মোহরা, খিলাড়িও কা খিলাড়ি, তকদির ওয়ালা।

জুম টিভির একটি সাক্ষাৎকারে রবিনা বলেন কেন তিনি ছোটো রনবির কে সেট থেকে বের করে দিয়েছিলেন। তিনি এটাও বলেন পুচকে রনবির ছিল খুবই দুষ্টু! টিপ টিপ বরসা পানি স্যুট করার সময় রনবির রবিনার পা ধরে বলেছিল ‘আমাকে সেট থেকে বের করে দেওয়া হয়েছে’।

তার মতে এই গানে এমন কিছু দৃশ্য ছিল যা ছোটো দের সামনে প্রকাশ করতে চাননি। রবিনা বাচ্চাদের খুব ভালোবাসেন কিন্তু টিপটিপ বরসা পানি র দৃশ্য থেকে তিনি বাচ্ছা দের দূরে রাখাটাই শ্রেয় বলে মনে করেছেন।রণবীর সিংকে পরবর্তীতে কবির খানের 83-এ দেখা যাবে।

মুভিটিতে দীপিকা পাড়ুকোন, জিভা, হার্ডি সান্ধু, পঙ্কজ ত্রিপাঠি এবং আরও অনেকে রয়েছেন। অন্যদিকে প্রশান্ত নীল কেজিএফ: চ্যাপ্টার 2-এ দেখা যাবে রবিনা ট্যান্ডনকে তাছাড়াও আছেন যশ, শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত। সিনেমাটি 14 এপ্রিল 2022-এ মুক্তি পেতে চলেছে।

Related Articles

Back to top button