বিশ্বজুড়ে টেক দুনিয়ার ভারতীয়দের জয়জয়কার, তালিকায় রয়েছে নাদেলা-পিচাই-পরাগ ছাড়াও অনেকের নাম

ভারতীয়দের প্রতিভা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। বিজ্ঞান থেকে শিল্প প্রায় প্রতিটি ক্ষেত্রেই কিছু না কিছু প্রতিভা ভারতীয়দের মধ্যে রয়েছে। সম্প্রতি আরো একটি বড় খবর সবার সামনে এসেছে যা ভারতীয়দের উৎসাহিত করেছে। আসলে এবার টুইটারে সিইও পদে নিযুক্ত করা হয়েছে পরাগ আগারওয়ালকে। উনি কর্মসূত্রে এখন আমেরিকাতে থাকলেও তিনি ভারতের বংশোদ্ভুত। তিনি ছোটবেলা ভারতেই কাটিয়েছেন।

আজকের দিনে সোশ্যাল মিডিয়ার ওপর কমবেশি সবাই নির্ভরশীল হয়ে পড়েছে। লক্ষণীয়, সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্মগুলির মূল মাথায় এখন ভারতীয়দের নাম রয়েছে। শুধু টুইটারেই নয় আরো বিভিন্ন বড় বড় সংস্থাতেও ভারতীয়রা সিইও পদে নিযুক্ত রয়েছেন – মাইক্রোসফ্ট, গুগল, আইবিএম প্রমূখতে।

টুইটার প্লাটফর্ম থেকে টুইটারের সিইও জ্যাক ডরসি পদত্যাগের পর পরাগকে এই পদের জন্য নিযুক্ত করা হয়েছে। পরাগ এই প্লাটফর্মে টেকনোলজি অফিসার পদে এতদিন যুক্ত ছিলেন। তিনি কোম্পানিতে প্রথম ঢুকেছিলেন প্রকৌশলী হিসাবে।

আরো একজন ভারতীয় বংশোদ্ভুত সত্য নাদেলা। তিনি microsoft কোম্পানির বর্তমান সিইও। তিনি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এই পদে নিযুক্ত হয়েছেন ২০১৪ সাল থেকে। আইবিএম কোম্পানির নাম তো আপনারা শুনেইছেন। এই কোম্পানিরও সিইও হলেন অরবিন্দ কৃষ্ণ, তিনিও একজন ভারতীয়। তিনিও ভারতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এখন আইবিএম কোম্পানির সিইও। সব মিলিয়ে বিশ্বের তাবড় তাবড় মাথায় ভারতীয়রা রাজ করছে তা বলাই বাহুল্য।

Related Articles

Back to top button