সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল ১৯৪৭ সালে ভারত থেকে পাকিস্তান যাওয়ার ট্রেনের টিকিট, টিকিটের মূল্য দেখে চোখ উঠবে কপালে

সোশ্যাল মিডিয়ায় (social media)  প্রায় কিছু না কিছু জিনিস ভাইরাল (viral) হতে থাকে বা আলোচনার বিষয় হয়ে ওঠে। সম্প্রতি কিছু সময় ধরে পুরনো বিয়ের কার্ড, রেস্টুরেন্ট বিল, পুরনো গাড়ির বিল ইত্যাদি জিনিস সোশ্যাল মিডিয়ায় (social media)  খুব ভাইরাল হয়েছে। এই ভাইরাল (viral) হওয়া জিনিসগুলির মধ্যে প্রথমে ছিল ৩৭ বছর পুরনো একটি রেস্টুরেন্ট বিল। সেই বিল থেকে মানুষ জানতে পারে যে আগেকার দিনে মাত্র ৮ টাকায় যেকোনো ভালো রেস্টুরেন্ট থেকে শাহী পনির ও মাত্র ৫ টাকায় ডাল মাখনি পাওয়া যেত। এই রেস্টুরেন্ট বিল দেখার পর ইউজাররা অনেক রকম প্রতিক্রিয়া জানায়। এছাড়া একটি রয়াল এনফিল্ড বাইকের বিল ভাইরাল হয়েছিল যা দর্শক দ্বারা অত্যন্ত পছন্দ করা হয়েছিল ও পুরনো সেই বিলে দর্শকরা অনেক ধরনের প্রতিক্রিয়া করেছিল। এছাড়া অন্যান্য বিয়ের কার্ড ও অনেক ধরনের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে ও ইউজারদের আকর্ষিত করেছে। যেমন বর্তমানে একটি রেলওয়ে টিকিটের ছবি (old railway ticket photo) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই টিকিটটি ভারত ও পাকিস্তানের স্বাধীনতার শুরুর সময়ের ট্রেনের টিকিটের দামের ছবি। যা ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ও নেটপাড়ায় হইচই সৃষ্টি করেছে।

জানিয়ে দি সম্প্রতি ভাইরাল হওয়া ট্রেনের টিকিটের ছবিটি (old railway ticket photo) পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও ভারতের অমৃতসরের মধ্যে যাত্রার রেলওয়ে টিকিট। আর এই টিকিটের উপর মোট ৯ জন সদস্যের নাম লেখা রয়েছে। সেই সময় অনুযায়ী পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে অমৃতসর পর্যন্ত ৯ জনের ট্রেনের টিকিটের ভাড়া ছিল মাত্র ৩৬ টাকা ৯ আনা। অর্থাৎ প্রতি ব্যক্তির টিকিট ভাড়া ছিল মাত্র ৪ টাকা। অবাক করার বিষয় হলো এই টিকিটটি থার্ড এসির যা একতরফা যাত্রার।

https://www.facebook.com/100057843421467/posts/pfbid02fXy4LvYCErpdRJdqDscTumcop6yEk2TGVA1gLTLW1XJRXMWXjnmZr5k5NANrNf2Hl/?app=fbl

সাধারণত স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত প্রযুক্তি ও সামাজিক কাঠামোতে অনেক রকম পরিবর্তন ঘটেছে। অন্যদিকে এখন এই পুরানো টিকিট, বিল এবং কার্ডগুলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন আকর্ষণীয় পোস্ট ভাইরাল হচ্ছে। এই টিকিটটি ১৭ই সেপ্টেম্বর ১৯৪৭ সালের। এই টিকিটের ছবি পাকিস্তান রেল লাভার্স নামের একটি পেজ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে শেয়ার করা হয়েছে যা এখনো পর্যন্ত ১৫ হাজার মানুষ লাইক করে ফেলেছে।

এছাড়া এই ছবির উপর শত শত মানুষ নিজের প্রতিক্রিয়া জানিয়েছে। এই টিকিটের ছবিটিকে মানুষ খুব পছন্দ করছে ও এই ছবিটিকে শেয়ারও করছে। একজন ইউজার এই ছবিতে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছে যে ‘ এটি শুধু ছবি নয়, বরং এটি ইতিহাস ‘, অন্য এক ইউজার এই ছবিকে গোল্ড বলেছে, আরেকজন ইউজার লিখেছে ‘ এটি এতো স্ট্রং কার্বন কপি যে ৭৫ সালেও ফেড হয়ে যায়নি ‘।