ছেলের পর এবার মেয়েকেও কোম্পানির বড়সড় দায়িত্ব দিচ্ছেন মুকেশ আম্বানি

রিলায়েন্স জিও (Reliance Jio) ইন্ডাস্ট্রিতে পরিবর্তন এসেছে। এতদিন চেয়ারম্যান পদে ছিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani). এবার তিনি সেই পদের জন্য নির্বাচন করেছেন তাঁর ছেলে আকাশ আম্বানিকে। এবার আরও একটি খবর সবার সামনে এসেছে, রিলায়েন্স রিটেলের (Reliance Retail) চেয়ারম্যান হবে মুকেশ আম্বানির (Mukesh Ambani) মেয়ে ইশা আম্বানি। মুকেশ আম্বানি তাঁর পরবর্তী প্রজন্মের হাতে রিলায়েন্স ইন্ডাস্ট্রির দায়িত্ব তুলে দিচ্ছেন।

Mukesh Ambani

ভারতের ধনী ব্যক্তি হিসেবে মুকেশ আম্বানির (Mukesh Ambani) নাম আসবেই। একটা প্রশ্ন সবার মধ্যেই আসছিল, প্রশ্নটা হল রিলায়েন্স ইন্ডাস্ট্রির ভবিষ্যতে কাদের হাত ধরে চলবে? মুকেশ আম্বানি এবার সেটাই জানালেন, তাঁর পরবর্তী প্রজন্ম এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রির নেতৃত্ব দেবে। তাই তিনি পরবর্তী প্রজন্মের হাতে সেই দায়িত্বই তুলে দিচ্ছেন।

আজ আনুষ্ঠানিকভাবে ইশা আম্বানি হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। মুকেশ আম্বানি জানিয়েছেন, ‘ আমি আমার সন্তানদের মধ্যে সেই প্রতিভা ও সম্ভাবনা দেখতে পেয়েছি। যা আমার বাবা ধীরুভাই আম্বানি আমার মধ্যে দেখতে পেয়েছিল। তাই আমি আশা করছি ভারতের আর্থিক বিকাশে আমার মতই আমার ভবিষ্যৎ প্রজন্ম অবদান রাখতে পারবে। ‘

Isha Ambani

ইশা আম্বানি (Isha Ambani) ইয়েল ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা কমপ্লিট করেছেন। এরপর তিনি পারিবারিক ব্যবসায় যোগদান দিয়েছিলেন ২০১৫ সালে। তিনি এতদিন জিও প্লাটফর্ম, জিও লিমিটেড এবং আরভিএলের বোর্ড অফ ডিরেক্টরস ছিলেন। এই পদে আকাশ আম্বানিও (Akash Ambani) ছিলেন। কিন্তু বোর্ড মিটিংয়ের পর, জিওর চেয়ারম্যান হয়েছেন আকাশ আম্বানি। এবার ইশা আম্বানির হাতেও বড়সর দায়িত্ব আসতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, ইশা আম্বানির সাথে ব্যবসায়ী অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের বিয়ে হয়েছে ২০১৮ সালে।