শুধুমাত্র ডায়াবেটিস নয়, একসঙ্গে ৬ টি রোগের উপশমকারী এই গাছের পাতা! ব্যবহার করলে, ফল পাবেন হাতেনাতে

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই ডায়াবেটিস (Diabetes mellitus) রোগে আক্রান্ত। আর এটি যেহেতু জেনেটিক রোগ, সেই কারণে বাড়িতে একজনের হলে, ভবিষ্যতে অন্যান্যদেরও হওয়ার সম্ভাবনা থেকে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সারাজীবন ধরে ওষুধ খেয়ে যেতে হয়। আবার অনেকে প্রাকৃতিক প্রতিকারের সন্ধান করছেন, যার ফলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

তবে এই সময় একদিকে যেমন মানুষজন ওষুধের উপর নির্ভর হয়ে রয়েছে, অন্যদিকে অনেকেই প্রাকৃতিক প্রতিকারের সন্ধান করছেন। এই পরিস্থিতিতে অ্যাবসিন্থ (Chirata Benefit) খেলে আপনি, কিছুটা হলেও এই রোগের প্রকোপ থেকে মুক্তি পেতে পারেন।

img 20221209 000241

এই রোগের বিষয়ে ডায়াবিটিস অর্গানাইজেশন জানিয়েছে, শরীরে যদি দীর্ঘ সময় ধরে চিনির মাত্রা বেশি থাকে, কিংবা ত্বকের রঙের পরিবর্তন, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের তীব্র গন্ধ, ঘন ঘন ক্ষুধামন্দা, ঘুমের সমস্যা হয়, তাহলে সেই ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। এই বিষয়ে আবার মায়ো ক্লিনিক বলছে, অনিয়ন্ত্রিত ডায়াবিটিস আবার বেশ কিছু হার্ট সংক্রান্ত সমস্যার ঝুঁকি বাড়ায়। এই রোগ আবার ব্যক্তির স্নায়ু ক্ষতি, কিডনির ক্ষতি, চোখের ক্ষতি, বধিরতা, আলঝেইমারের রোগের প্রকোপ বাড়িয়ে দেয়।

img 20221209 000255

তবে এই রোগের প্রতিকার হিসাবে অ্যাবসিন্থ রক্তে শর্করার মাত্রা কমাতে পারে বলে জানাচ্ছে NCBI। এতে অ্যান্টি-ডায়াবেটিক প্রভাবযুক্ত আমরোজেন্টিন বায়োঅ্যাকটিভ যৌগ রয়েছে, যা ডায়াবেটিস রোগীদের পক্ষে উপকারী। ৬০ মিলি চিরতা খাওয়ার আগে টনিক হিসাবে গ্রহণ করতে হবে। ডায়াবেটিসের পাশাপাশি এই চিরতার জল জ্বর, কোষ্ঠকাঠিন্য, পেট খারাপ, ক্ষুধামন্দা, অন্ত্রের কৃমি, চর্মরোগ, যকৃতের প্রদাহ, পাকস্থলীর প্রদাহ এবং ক্যান্সারেও উপকারী।