নোকিয়ার এই ৫জি ফোনের দুর্দান্ত ডিজাইন আর ফিচার্স আপনাকেও করে দেবে হতবাক

একটা সময় এমন ছিল যখন Nokia – এর Nokia 6600 এর রাজত্ব ছিল বাজারে। এই ফোনটি ওভাল সেপে ছিল ও বাজারে অত্যন্ত জনপ্রিয় ছিল। কিন্তু ধীরে ধীরে এন্ড্রোয়েড ফোনের রাজত্ব শুরু হওয়ায় এই ফোনের চাহিদা লোকেদের মধ্যে শেষ হয়ে গেল। এখন Nokia কোম্পানি বাজারে ভালো ভালো স্মার্ট এন্ড্রোয়েড ফোন লঞ্চ করে চলেছে। কোম্পানি ক্রমাগত বাজেট ফোন মার্কেটে নিয়ে আসছে। এছাড়া অন্যান্য অনেক কোম্পানি মার্কেটে 5G ফোন লঞ্চ করেছে তাই অনুমান করা হচ্ছে খুব শীগ্রই Nokia তার 5G ফোন লঞ্চ করবে। জানিয়ে দি সম্প্রতি টুইটারে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে বলা হচ্ছে খুব তাড়াতাড়ি nokia তার Nokia 6600 5G স্মার্ট ফোন লঞ্চ করবে।

টুইটারের ভাইরাল হওয়া ভিডিওতে এই ফোনের ডিজাইন দেখানো হয়েছে। ভিডিওটি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভিডিওয়ের ফোনটি Nokia 6600 কিন্তু কিপ্যাডের জায়গায় ফুল স্ক্রিন ও স্ক্রিন টাচ ফোন। আর পিছনের রিয়র ক্যামেরাটাকে দুর্দান্ত দেখতে লাগছে। আর ফোনটি প্লাস্টিক বডিতে তৈরি সেটাও বোঝা যাচ্ছে।

অনেক গুলি রিপোর্টে দাবি করা হচ্ছে যে এই ফোনে ৬.৯ ইঞ্চ ডিসপ্লে পাওয়া যাবে। এছাড়া ১০৮ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকার গুজবও রয়েছে। আর ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলেও দাবি করা হয়েছে।

বলা হচ্ছে যে Nokia 6600 5G Ultra ফোনটি ২০২৩ সালের শেষ অর্থাৎ ডিসেম্বরে লঞ্চ করা হবে। তবে এই ফোনটি কটি ও কোন কোন দেশে লঞ্চ করা হবে সে বিষয় কিছু জানা যায়নি। তবে Nokia কোম্পানি এখনো পর্যন্ত এই ফোনের বিষয় কিছু জানায়নি। এমনকি এই ফোনটি আদেও লঞ্চ হবে কিনা তারও কোনো ঠিক নেই।