সফরকালে ভুলেও কখনও ট্রেনে তুলবেন না এই ৩ জিনিস, হতে পারে জরিমানা, জেল!

ভ্রমণ পিপাসু মানুষজন একটু সময় পেলেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ভ্রমণের উদ্যেশ্যে বেরিয়ে পড়ে। তবে অনেকেই এই সফরকালে ট্রেন(train) যাত্রাকেই বেছে নেন। এই সফর একদিকে যেমন আরামদায়ক, অন্যদিকে তেমন সস্তাও হয়। সেক্ষেত্রে অনেক ব্যাগপত্র নিয়েও যাওয়া যায়। তবে এই ট্রেন সফরের সময় ব্যাগপত্র বেশি নেওয়া গেলেও, এমন কিছু নেওয়া যায় না, যা নেওয়ার অর্থ দণ্ডনীয় অপরাধ।
আসুন জেনে নেওয়া যাক, এমন কি কি জিনিস যা ট্রেনে সফরকালে বহন করা দন্ডনীয় অপরাধ। রইল তালিকা-
বাজি কিংবা পটাকা (Crackers)- অনেক সময় দেখা যায়, ট্রেনে (train) করে বাজি কিংবা পটকা নিয়ে অনেককেই সফর করতে। তবে এই বিষয়টা একেবারেই দন্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হয়। বিশেষত দীপাবলির সময় নিজের সঙ্গে বাজি বা পটাকা বহন করা একেবারেই দণ্ডনীয়। কখনই ট্রেনে সফরকালে এমন জিনিস বহন করা উচিত নয়, যা থেকে নিজের কিংবা অন্য কারোর ক্ষতি হতে পারে। তবে এরপরও যদি আপনি নিজের সঙ্গে পটাকা নিয়ে ট্রেনে ওঠেন এবং ধরা পড়েন, তাহলে আপনার জেল পর্যন্ত হতে পারে। তাই ভুল করেও এই কাজ করা উচিত নয়।
সিলিন্ডার এবং স্টোভ (Stove or Gas Cylinder)- যদি আপনি ট্রেনে করে সিলিন্ডার এবং স্টোভ নিয়ে যেতে চান, তাহলে আপনাকে আগে থাকতে অনুমতি নিতে হবে। তারপরই আপনি খালি সিলিন্ডার ট্রেনে বহন করতে পারেবন। বিনা অনুমতিতে কখনই তা বহন করতে পারবেন না।
অ্যাসিড (Acid)- কখনই ট্রেনে (train) অ্যাসিড জাতীয় জিনিস বহন করা উচিত নয়। অনেকেই সফরকালে লুকিয়ে অ্যাসিড বহন করেও থাকেন। যদি এমন কাজ করতে গিয়ে ধরা পড়েন, তাহলে জরিমানা, জেল এমনকি ১৬৪ ধারার অধীনে আপনি শাস্তি হতে পারে। এক হাজার টাকা জরিমানা বা তিন বছরের কারাদণ্ডও হতে পারে।