বাড়িতেই রয়েছে সুইমিংপুল সহ সিনেমা হল এর ব্যবস্থা, কোনো রাজপ্রসাদের থেকে কম না দক্ষিণী অভিনেত্রী নয়নতারার বাড়ি, দেখুন ছবিগুচ্ছ

সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির (South film industry) পপুলার ফিল্ম গুলিতে কাজ করা জনপ্রিয় অভিনেত্রী (South actress) নয়নতারা (Nayantara)নিজেকে ইন্ডাস্ট্রিতে এতো সুন্দর করে প্রতিষ্ঠিত করে নিয়েছেন যে আজ তার আলাদা করে কোনো পতিচিতির প্রয়োজন নেই। জানিয়ে দি যে নয়নতারা (Nayantara) তার কেরিয়ারে তেলেগু, তামিল, কন্নড়, মালায়লাম ফিল্ম গুলিতে কাজ করেছে ও তাই সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি টপ, হাইপেড ও জনপ্রিয় অভিনেত্রী (South actress) হিসেবে পরিচিত। এছাড়া জানিয়ে দি যে অভিনেত্রী নয়নতারা তার ওয়ার্ক লাইফের সাথে সাথে তার পার্সোনাল লাইফের কারণেও বেশ আলোচনার বিষয় হয়ে থাকেন। যেমন সম্প্রতি তিনি তার কেনা নতুন বাড়িটির কারণে বেশ আলোচনার বিষয় হয়ে রয়েছেন। রিপোর্ট থেকে জানা গেছে যে নয়নতারা সম্প্রতি চেন্নাইতে একটি নতুন বাড়ি কিনেছেন (Nayantara bought new house)। এই বাড়ির মূল্য ওড়ায় কোটি কোটি টাকা। তাই আসুন এই আর্টিকেলের মাধ্যমে নয়নতারার এই নতুন বাড়িটির বিষয় বিস্তারিত জেনেনি।
মিডিয়া রিপোর্ট মতে নয়নতারা চেন্নাইয়ের পোএস গার্ডেন এলাকায় ৪ বিএইচকে ফ্ল্যাট কিনেছেন (Nayantara bought new house) । বলা হচ্ছে এই ফ্ল্যাটের দাম প্রায় ২০ করি টাকা। আরো খবর পাওয়া গেছে যে নয়নতারার এই নতুন বাড়িতে এখন ইন্টিরিয়র ডিজাইনের কাজ হচ্ছে যার মধ্যে প্রতিটি জিনিস লাক্সারিভাবে সাজানো হচ্ছে। খবর এটাও রয়েছে যে নয়নতারা তার স্বামী বিগ্নেশ-এর জন্য এই বাড়িটি কিনেছেন (Nayantara gift House to husband Vignesh) । এই বাড়িটি দেখতে কোনো রাজমহলের থেকে কম নয়। শুধুতাই নয় লাক্সারি বাথরুম থেকে শুরু করে জিম, সুইমিং পুল, থিয়েটারের মতো অনেক ধরনের সুযোগসুবিধা রয়েছে এই বাড়িটিতে।
১৬ হাজার বর্গফুটের এরিয়া জুড়ে তৈরি হয়েছে এই রাজমহলের মতো বাড়িটি। জানিয়ে দি যে এই বাড়িটি নয়নতারার স্বামী বিঘ্নেশের নামে রেজিস্টার করা হয়েছে। নয়নতারা ইতিমধ্যেই তার স্বামী বিঘ্নেশকে এই কোটি টাকার বাড়ি উপহার দিয়েছেন (Nayantara bought new house for husband Vignesh)। এছাড়া সম্প্রতি যখন নয়নতারা বিগ্নেশের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তখন তিনি তার স্বামীর বোন অর্থাৎ তার ননদকে ৩০টি সোনার অলঙ্কার গিফট দিয়েছিলেন। এছাড়া তিনি তার শশুরবাড়ির বাকি সদস্যদেরও অনেক অনেক দামি উপহার দিয়েছিলেন। আর বিয়েতে স্বামী বিগ্নেশকে ২.৫-৩ কোটি টাকার আংটি গিফট করেছিলরন নয়নতারা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো নয়নতারার এই বাড়িটি অভিনেতা রজনীকান্ত ও ধনুসের বাড়ির নিকটে অবস্থিত। বলা হচ্ছে ইন্টিরিয়র ডিজাইনের কাজ শেষ হলেই নয়নতারা ও তার স্বামী এই বাড়িতে গিয়ে থাকতে শুরু করবেন।
এছাড়া সম্প্রতি জানিয়ে দি যে সম্প্রতি নয়নতারা দুটি যমজ বাচ্চার মা হয়েছেন। তবে বিয়ের ৪ মাসের মধ্যে বাচ্চার জন্ম হওয়ার নয়নতারা আলোচনার বিষয় হয়ে উঠেছিলেন এবং জনগণ তাকে ট্রোল করতে শুরু করেছিলেন। কিন্তু পরে নয়নতারা জানান যে তিনি তার স্বামীর সাথে অনেক আগেই রেজিস্ট্রি ম্যারেজ করে রেখেছিলেন আর তারপর সোশ্যাল ম্যারেজের আগেই সেরজেন্সি বাচ্চার জন্য এপ্লাই করেছিলেন। আর তাই বিয়ের ৪ মাসের মাথায় তিনি ৪ বাচ্চার মা হতে পেরেছেন।
এছাড়া জানিয়ে দি যে বিগ্নেস সিভম (Vignesh Shivam) সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির (South film industry) একজন নামকরা ডাইরেক্টর। ইনি সাউথের অনেক সুপারস্টার ফিল্মগুলি ডায়রেক্ট করেছেন। এক ফিল্মের শুটিংয়ের সময়েই বিগ্নেশের (Vignesh Shivam) আলাপ হয়েছিল নয়নতারার সঙ্গে। এরপর ৫ বছর একে অপরকে ডেট করার পর গাঁটছড়া বাঁধেন এই দম্পতি। এছাড়া নয়নতারার ওয়ার্ক ফ্রন্টের কথা যদি বলা হয় তবে জানিয়ে দি খুব শীঘ্রই তাকে দেখতে পাওয়া যাবে বলিউড ফিল্ম ‘ জওয়ান’-তে। এই ফিল্মে নয়নতারার সাথে বলিউডের কিং খান শাহরুখ খানও মুখ্য চরিত্রে থাকবে।