সৌন্দর্যে ঐশ্বর্য রাইকে টক্কর দেবে অক্ষয় কুনারের ভাইজি, ছবি শেয়ার করলেন টুইঙ্কেল খান্না

বলিউডের একজন জনপ্রিয় ও হাইপেড অভিনেতা হচ্ছেন অক্ষয় কুমার। ইনি ফিল্ম ‘আজ’-এর মাধ্যমে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন ও লিড এক্টর হিসাবে ‘খিলাড়ি’ ফিল্মের মাধ্যমে বলিউডে আগমন ঘটিয়ে ছিলেন। আর এই ফিল্মের পরই তিনি বলিউডে খিলাড়ি নামে বিখ্যাত হয়ে যান। এরপর নিজের কেরিয়ারে একের পর এক হিট ফিল্ম ও এডভারটাইসমেন্টে কাজ করার পর আজ তিনি বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও ধনী অভিনেতায় পরিণত হয়েছেন।
আর অক্ষয়ের লাভ লাইফের কথা বলতে গেলে বিয়ের আগে বলিউডের অনেক অভিনেত্রীর সঙ্গে তার প্রেম সম্পর্কের কথা সামনে এসেছিল। কিন্তু শেষমেষ তিনি বলিউড অভিনেত্রী ও প্রয়াত অভিনেতা রাজেশ কন্যার কন্যা টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেছিলেন। টুইঙ্কেল তার মাতা ডিম্পল ও পিতা রাজেশের মতো নিজেকে বলিউডের সফল অভিনেত্রী হিসেবে প্রমান করতে পারেননি। তবে আজ অক্ষয়-টুইঙ্কেল একে-অপরের সাথে সুখে সংসার করছেন এবং তাদের একটি ছেলেও রয়েছে।
তবে খুব কম সংখ্যক লোকই জানে যে রাজেশ খান্না ও ডিম্পল খান্নার টুইঙ্কেল ছাড়াও আরেকটি সন্তান রয়েছে যার নাম রিংকি খান্না। ইনিও তার বড় দিদি টুইঙ্কেলের মতো বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের কেরিয়ার গড়ার চেষ্টা করেছিলেন কিন্তু অসফল প্রমাণিত হন। এরপর রিংকি খান্না বলিউডকে বিদায় জানিয়ে দিয়েছিলেন ও বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর ভারত ছেড়ে বিদেশে গিয়ে সেটেল হয়ে যান। রিংকি ২০০৩ সালে সমীর সারণের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন। বিয়ের পর এই দম্পতির একটি কন্যা সন্তান হয়েছিল যার নাম নওমিকা সারণ।
নওমিকা সরণের জন্ম ২০অক্টোবর ২০০৪ সালে হয়েছিল। আর কিছুদিন আগেই ২০ অক্টোবর অর্থাৎ নওমিকার জন্মদিন ছিল। এই উপলক্ষে নওমিকার মাসি টুইঙ্কেল তার ফটো ইনস্টাগ্রামে শেয়ার করে নওমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল। আর ক্যাপশনে টুইঙ্কেল লিখেছিলেন ‘আমার উজ্জ্বল ভাগ্নি আজ ১৮ বছরের হয়ে গেল! হ্যাপি বার্থ ডে মায় @naomika14। তোমাকে সেই ছোট বাচ্চা মেয়ে থেকে আজ এতো বড় মেয়েতে পরিণত হতে দেখে অনেক আনন্দ হচ্ছে। এই মেয়ে আজ স্মার্ট ও আত্মবিশ্বাসী মেয়েতে পরিণত হয়ে গেছে যে একসময় পেট বটনকে ভয় পেত।”
টুইঙ্কেলের তার ভাগ্নিকে বার্থডে উইশ করার এই পোস্টটি ভক্ত ও বলিউড সেলিব্রিটি দ্বারা অনেক পছন্দ করা হয়েছে। অনেক ভক্ত ও বলিউড সেলিব্রিটিরা এই পোস্ট-এ কমেন্ট করেছে ও প্রতিক্রিয়া জানিয়েছে। বলিউডের ফারহা খান আলী এই ছবিতে কমেন্ট করে লিখেছেন ‘হে ভগবান এনাকে তো হুবহু রিংকির মতো দেখতে হয়েছে। জন্মদিনের অনেক শুভকামনা @naomika14।’ এরপর বলিউড অভিনেতা ববি দেওল এই ছবিতে কমেন্ট করেছেন ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা’, তারপর নম্রতা শিরোখন্ড লিখেছেন ‘কি সৌন্দর্য্য’ এবং সোনালী বেন্দ্রে লিখেছেন ‘জন্মদিনের অনেক শুভকামনা’।
এছাড়া একজন ইউজার কমেন্ট করেছেন যে, “নওমিকা খুব সুন্দরী এবং আপনার (টুইঙ্কেল) এবং রিঙ্কির মিশ্রণ বলা যেতে পারে। এছাড়া আরভ (অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্নার ছেলে) এবং নওমিকার চোখ অনেকটা একইরকম দেখতে”। আরেকজন ইউজার নওমিকাকে নিয়ে টুইঙ্কেলের পোস্টে কমেন্টে লিখেছেন “এনাকে দেখতে অনেকটা আপনার বাবার মতো ও তার রঙিন চোখগুলি আপনার ছেলের মতো। ইনি সত্যি অনেক সুন্দর দেখতে”। অন্য একজন লিখেছেন “এনাকে দেখতে অনেকটা এনার মাসি টুইঙ্কেলের মতো। প্রায় একই চুল, মুখের কাট এবং বৈশিষ্ট্য।
নওমিকা মাত্র ১৮ বছর বয়সী কিন্তু সৌন্দর্য এবং শৈলীর দিক থেকে তিনি বলিউডের বড় বড় সুন্দরীদের সাথে টক্কর দিতে পারবেন। এছাড়া জানিয়ে দি যে নওমিকারও সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট রয়েছে আর তিনি প্রায়শই ইনস্টাগ্রামে তার সুন্দর ছবি শেয়ার করেন।