Indian Railways: ১০০ বছর পর ভারতীয়রা পেলো এত বড়ো উপহার, আনন্দে আত্মহারা দেশবাসী

নাগারল্যান্ডে উদ্বোধন হলো নতুন রেলওয়ে স্টেশন শোখুভি

ভারতীয় রেলওয়ে (Indian railways) ভারতে যাতায়াতের একটি প্রধান মাধ্যম। ট্রেনের কারণেই ভারত খুব দ্রুত উন্নতি করেছে। ট্রেনের কারণেই অনেক মানুষ একসঙ্গে অনেক দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়। ট্রেনে করে ভ্রমণ করা সুবিধাজনক এবং আরামদায়ক হয়। বিভিন্ন গ্রাম ও শহরের মধ্যে ছড়িয়ে থাকা রেল লাইনের উপর দিয়ে চলা ট্রেন ভারত ও ভারতের মানুষদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ভারতীয় রেল (Indian railways)বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। ভারতে ১৯ শতকে প্রথম ট্রেনটি চালু হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ আমলের সময় থেকে। আজ ১৮৬ তম বর্ষ পূর্ণ হলো ভারতীয় রেলের। ভারতীয় রেলের এই নেটওয়ার্কটি প্রায় ১,১৫,০০০ কিমি এরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে এবং এই রেলওয়ে নেটওয়ার্কে প্রায় ৭৩৪৯ টি সেটেশন রয়েছে।

INDIAN RAILWAYS

এই স্টেশন গুলি থেকে প্রায় ২০০০০ এর বেশি যাত্রীবাহী ট্রেন ও ৭০০০ এর
বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করে। জানিয়ে যত দিন যাচ্ছে তত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর সেই কারণে রেলে করে যাত্রা করা যাত্রীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আর সেই কারণেই নিত্যদিনের যাতায়াতের পাশাপাশি দূরবর্তী ভ্রমণের ক্ষেত্রেও রেলপথকেই (Indian Railways) ভরসা করেন যাত্রীরা। তবে অনেকেই হয়তো জানেনা যে আমাদের দেশেই এমন একটি রাজ্য রয়েছে যেখানে এতদিন যাবৎ মাত্র একটি রেলস্টেশন ছিল। কী বিশ্বাস হচ্ছে না?শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।

কিন্তু জানিয়ে দি যে দীর্ঘ ১০০ বছরের বেশি সময় পর নাগাল্যান্ডে শুরু হল দ্বিতীয় রেলস্টেশনের যাত্রা। এই নতুন স্টেশনটির নাম হল শোখুভি (Shokhubhi station) , যা ডিমাপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত। গত শুক্রবার মহাসমারোহে উদ্বোধন করা হয়েছে এই স্টেশনের। শুধু তাই নয় নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও, শোখুভি স্টেশনে (Shokhubhi station) দাঁড়িয়ে দোন্যি পোলো এক্সপ্রেসের যাত্রার সূচনাও করেছিলেন। আর নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে টুইট করে জানান যে, “নাগাল্যান্ডের জন্য আজ সত্যিই একটি ঐতিহাসিক দিন। আজ আমাদের রাজ্য একশো বছরেরও বেশি সময় পর ধানসারি-শোখুভি লাইন দ্বিতীয় রেলস্টেশন পেল।” এছাড়া তিনি আরও জানান, “দোন্যি পোলো এক্সপ্রেস এই বার থেকে শোখুভি স্টেশনেও চলবে। যার ফলে নাগাল্যান্ড ও মণিপুরের যাত্রীরা গুয়াহাটি যাওয়ার জন্য একটি বিকল্প পথ পাবেন।”

Shokhubhi station

নাগারল্যান্ড (Nagar land) হচ্ছে একটি পাহাড়ি জায়গা। এর ফলে এখানে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয়। আর এখানে রেলের কাজের জন্য জমি পেতেও অসুবিধা হয়। এই শোখুভি স্টেশন তৈরির কাজও অনেক দিন ধরেই চলছিল। আসলে জমি পাওয়া নিয়ে অনেক সমস্যা হচ্ছিল প্রথমদিকে কিন্তু শেষমেষ জমি পাওয়া যায় এবং কাজ শুরু হওয়ায় স্থানীয় মানুষ অনেক খুশি হয়েছিল। নতুন তৈরি হওয়া শোখুভি স্টেশনের কোড হলো এসকেএইচভি। এছাড়া এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম এবং তিনটি রেলওয়ে ট্র্যাক রয়েছে এই স্টেশনে। আর ধানসারি-জুবজা লাইনের প্রথম স্টেশন হলো এটি।

Shokhubhi station

অন্যদিকে নাগাল্যান্ডের (Nagar land) মন্ত্রী জেকব ঝিমোমি জানিয়েছেন, নতুন এই স্টেশনে দোন্যি পোলো এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণের ফলে রাজ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কার্যকলাপ অনেকটাই বৃদ্ধি পাবে ও পাশের রাজ্যগুলির সঙ্গে সম্পর্ক উন্নত হবে। উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তাও মন্তব্য রেখেছেন এবং বলেছেন যে আজ ভারতীয় রেলের জন্য একটি গর্ভের দিন এবং চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে উত্তর-পূর্বের সব রাজ্যের রাজধানীগুলিকে রেলপথের দ্বারা সংযুক্ত করার।