সন্তানের জন্ম দিলেন মুকেশ কন্যা ঈশা, একসাথে ২টি খুশির খবরে মাতলো আম্বানি পরিবার

আম্বানি পরিবারে খুশির হাওয়া। দাদু হলেন দেশের অন্যতম বড় শিল্পপতি তথা রিয়ালেন্স ইন্ডাস্ট্রিসের কর্ণধার মুকেশ আম্বানি (mukesh ambani)। শনিবার এক ছেলে বং এক মেয়ে অর্থাৎ যমজ সন্তানের জন্ম দিলেন তার কন্যা ইশা আম্বানি। ছেলের নাম রাখা হয়েছে ‘কৃষ্ণা’ এবং মেয়ের নাম রাখা হয়েছে ‘আদিয়া’।
জানা গেছে, বিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি (Isha Ambani) পিরামল গ্রুপের ‘আনন্দ পিরামলে’র সঙ্গে বিয়ে করেছিলেন। বিয়ের পর দুজনেই এখন যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। পরিবারের পক্ষ থেকে জারি করা একটি বিবৃতি অনুসারে, ইশা ১৯শে নভেম্বর ২০২২-এ যমজ সন্তানের জন্ম দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা জানাতে পেরে আনন্দিত যে আমাদের সন্তান ইশা এবং আনন্দকে ১৯শে নভেম্বর ২০২২-এ যমজ সন্তানের আশীর্বাদ পেয়েছেন। ইশা, আদিয়া এবং কৃষ্ণা উভয়ই ভালো ও সুস্থ আছেন।
আমরা আদিয়া, কৃষ্ণ, ইশা এবং আনন্দের জন্য তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা চাই’। ২০১৮ সালে ইশা আম্বানি, পিরামল গ্রুপের আনন্দ পিরামলে’র সাথে বিয়ে করেছিলেন। সম্প্রতি মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (আরআইএল) খুচরা ব্যবসার দায়িত্ব ইশা আম্বানি’র হাতে তুলে দিয়েছেন।
২০১৪ সালে, ইশা আম্বানি রিলায়েন্স রিটেইল এবং জিও-এর বোর্ড সদস্যের অন্তর্ভুক্ত হন। জানা যায়, আনন্দ পিরামলের মা স্বাতী পিরামল পেশায় একজন শিল্পপতি। তিনি মুম্বাইয়ের বিখ্যাত গোপীকৃষ্ণ পিরামল হাসপাতালের প্রতিষ্ঠাতাও। বর্তমান সময়ে খুশির জোয়ার বইছে আম্বানি ও পিরামল পরিবারে। তাদের নতুন অতিথি আগমনে বেশ উল্লাসিত ও আনন্দিত মুকেশ আম্বানি সহ গোটা পরিবার।