মুকেশ আম্বানির ছেলে কত টাকা দামের গাড়ি চালান, শুনলে কপালে উঠবে চোখ

মুকেশ আম্বানির ছেলে কত টাকা দামের গাড়ি চালান

দেশের দ্বিতীয় ধনী ব্যাক্তি হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) । দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর অগাধ সম্পত্তি। রয়েছে দামি গাড়ি থেকে বিলাসবহুল বাড়ি। আম্বানির পরিবারের প্রত্যেকটি অনুষ্ঠানও দেখার মতো হয়ে থাকে। প্রসঙ্গত, সম্প্রতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের সঙ্গে বিবাহ সম্পন্ন করলেন। খুব জাকজমক ভাবে মুম্বাইয়ের নিজ বাড়িতে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বলিউড থেকে শুরু করে বিভিন্ন জগতের বিখ্যাত মানুষেরা।

প্রসঙ্গত, অনন্ত আম্বানি (Anant Ambani) কয়েক কোটি টাকার মালিক। রয়েছে নানা রকমের দামি গাড়ির সংগ্রহ। যদিও অনেকেই জানেন অনন্ত আম্বানি খুব সাদামাটা জীবন যাপন করতে ভালোবাসেন। আর এ ক্ষেত্রে তিনি তাঁর বাবার আদর্শে অনুপ্রাণিত। তবে নেহাত সাদামাটা জীবন যাপন হলেও, গাড়ির সংগ্রহ (Expensive Car Collection) মোটেও কম নেই তাঁর। রয়েছে রোলস রয়েস থেকে বিএমডব্লিউ। এই প্রতিবেদনে অনন্ত আম্বানির সংগ্রহে থাকা চারটি দামি গাড়ি সম্পর্কে জেনে নিন।

Ananta Ambani

আম্বানি পুত্র অনন্ত আম্বানির চারটি দামি গাড়ির নাম জেনে নিন

১) রোলস রয়েস ফ্যান্টম ( Rolls Royce Phantom)

মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানিও বিশাল সম্পত্তির মালিক। তাঁর কাছে যে দামি গাড়িগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো রোলস রয়েস ফ্যান্টম ভারতীয় বাজারে যে গাড়ির মূল্য প্রায় ৯ থেকে ১০ কোটি টাকা।

২) বিএমডব্লিউ আই৮ (BMW i8)

রোলস রয়েস ফ্যান্টম ছাড়াও তাঁর কাছে রয়েছে আরো দামি দামি সব গাড়ি। রয়েছে বিশ্বের অন্যতম বিখ্যাত বিএমডব্লিউর গাড়িও। অনন্ত আম্বানি বিএমডব্লিউ আই৮ গাড়ির মালিক। যে গাড়ির মূল্য ভারতীয় বাজারে ২.৫ কোটি টাকা।

Ambani's son car

৩) মার্সিডিজ বেঞ্জ জি৬৩ এএমজি (Mercedes Benz G63 AMG)

গাড়ির দুনিয়ায় মার্সিডিজও জগৎ বিখ্যাত। আর এই কোম্পানির মার্সিডিজ বেঞ্জ জি63 এএমজি অনেকেরই প্রিয় গাড়ি। মুকেশ পুত্র অনন্ত আম্বানির সংগ্রহের রয়েছে এই গাড়িটি। এ দেশে যার দাম ২.৫ কোটি টাকা।

Land Rover Range Rover

৪) ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ (Land Rover Range Rover Vogue)

অনন্ত আম্বানির গাড়িগুলি মধ্যে অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি হলো ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ। প্রসঙ্গত, এই গাড়িগুলি খুব শক্তিশালী। এই গাড়িটিরও দাম আড়াই কোটি টাকা।