বিশ্বের সবচেয়ে দামি ঘরে থাকেন মুকেশ আম্বানি, দাম এতটাই যে ওই দামে বসানো যাবে একটা গোটা শহর

পৃথিবীতে অনেক নামি ব্যাক্তির খুবই বিলাসবহুল বাড়ি রয়েছে। তবে জানা আছে কি ভারতের সবচেয়ে দামি বাড়ির মালিক কে? বিশ্বের সবচেয়ে দামি বাড়িটির মালিক শুধুমাত্র একজন, তিনি হলেন “মুকেশ আম্বানি”(Mukesh Ambani)। ৭২ তলা এই সুবিশাল বিলাসবহুল বাড়িটি দেখতে একটু অন্যরকম। মুকেশ আম্বানির এই বাড়িটি বিশ্বব্যাপী অ্যান্টিলিয়া নামে পরিচিত।

অ্যান্টিলিয়া খুব সুন্দর এবং এর সাজসজ্জাও খুব দর্শনীয় উপায়ে তৈরী করা হয়েছে। মুকেশ আম্বানির বাড়ি শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই বিশেষ আলোচিত। এই বাড়ির মূল্য জানলে হতবাক হতে পারেন অনেকেই। সূত্রের খবর অনুযায়ী, মুখেশ আম্বানির এই বিলাসবহুল বাড়িটির মূল্য প্রায় ২ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এই দাম ১৫,০০০ কোটি টাকা।

কিছু রিপোর্ট অনুযায়ী, মুকেশ আম্বানির বাড়ির থেকেও দামি আরেকটি বাড়ি আছে এবং এটিকে বিশ্বের সবচেয়ে দামি বাড়ি বলে মনে করা হয়। এই বাড়ির নাম ওয়াকিংগালপেলেস (Wankingalplace) যার মূল্য প্রায় ৫ বিলিয়ন ডলার। মুকেশ আম্বানির স্ত্রী এই ৫ টি জিনিস শোক করছেন যা সাধারণ মানুষের জন্য নয়। অ্যান্টিলিয়া বাইরে থেকে দেখতে যতটা না সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর ভিতরে।

এই বাংলোর ৬ তলায় গাড়ি পার্কিংয়ে ১৭০ টিরও বেশি যানবাহন পার্ক করা যেতে পারে। তার বিলাসবহুল বাড়িতে ৯ টি লিফট এর ব্যবস্থা রয়েছে। এবং বাড়ির উপরের তলায় সুইমিং পুলের মতো সুবিধাও রয়েছে। এর সাথে এখানে জিম, ডান্স স্টুডিও, ইয়োগা বার ইত্যাদি বর্তমান। এছাড়াও রয়েছে ম্যাসেজ পার্লার এবং সেলুন। সময় কাটানোর জন্য বা বিনোদনের জন্য বড় একটি থিয়েটার হলও রয়েছে বলে জানা যায়।