আবারো বিশ্বের দরবারে ভারতীয়দের জয়জয়কার, ২১ বছর পর মিস ইউনিভার্স শিরোপা পেল দেশের মেয়ে হারনাজ

পুরো বিশ্বের সামনে ৭০ তম মিস ইউনিভার্স হলেন ভারতীয় কন্যা হারনাজ সান্ধু। তিনি ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন পুরো বিশ্বের সামনে। তিনি নিজেও খুব খুশি হয়েছেন বিশ্বসুন্দরীর শিরোপা পেয়ে।

হায়নাজ হলেন চণ্ডীগড়ের মেয়ে। তিনি নিজের ফিটনেস নিয়ে সবসময় খুবই সচেতন থাকেন। তিনি ২০১৭ সালে মিস চন্ডীগর হয়েছিলেন। তিনি ২০১৮ সালে মিস ম্যাক্স ইমার্জিং স্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন। তিনি ২০১৯ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় টপ ১২ এর মধ্যে এসেছিলেন। এবারে তিনি ২০২১ সালে মিস ইউনিভার্স হলেন।

মঞ্চে যখন বিশ্বের সেরা সুন্দরীর নাম হিসেবে তাঁর নাম ঘোষণা করা হচ্ছিল, তিনি তাঁর নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি আবেগের বশবর্তি হয়ে কিছুক্ষনের জন্য কেঁদেও ফেললেন তাঁর প্রতিদ্বন্দ্বী নাদিয়া ফেরিরাকে জড়িয়ে ধরে। এরপর তিনি নিজের আবেগকে সামলে ফুলের তোড়া নেন। আগের বছরের মিস ইউনিভার্স আন্দ্রে মেজা, যিনি ম্যাক্সিকান এর বাসিন্দা, তিনি হারনাজকে তাঁর জেতা বিশ্বসুন্দরীর মুকুট পরিয়ে দেন।

হারনাজকে গাউনের সাথে হিরের মুকুটে দারুন সুন্দর লাগছিল। তিনি শুধু হরিয়ানার নাম নয়, পুরো দেশের নামই উজ্জ্বল করেছেন। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন প্যারাগুয়ের সুন্দরী নাদিয়া ফেরিরা এবং তৃতীয় হয়েছেন সাউথ আফ্রিকার সুন্দরী লালেলা মেসোয়েন।